• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • Uttar Pradesh: উত্তর প্রদেশে প্রশাসন ভেঙে পড়েছে, যোগীকে খোলা চিঠি ৭৪ জন প্রাক্তন আমলার

Uttar Pradesh: উত্তর প্রদেশে প্রশাসন ভেঙে পড়েছে, যোগীকে খোলা চিঠি ৭৪ জন প্রাক্তন আমলার

যোগী আদিত্যনাথ৷

যোগী আদিত্যনাথ৷

প্রাক্তন আমলাদের লেখা চার পাতার এই খোলা চিঠিকে সমর্থন জানিয়েছেন উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রায় দুশোজন বিশিষ্ট নাগরিক৷

 • Share this:
  #লখনউ: উত্তর প্রদেশের প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে৷ এই অভিযোগ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খোলা চিঠি দিলেন ৭৪ জন প্রাক্তন আমলা৷ চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, উত্তর প্রদেশে আইনের শাসন বলে কিছু নেই৷

  প্রাক্তন আমলাদের লেখা চার পাতার এই খোলা চিঠিকে সমর্থন জানিয়েছেন উত্তর প্রদেশের প্রায় দুশোজন বিশিষ্ট নাগরিক৷ প্রাক্তন আইএএস, আইপিএস-রা মুখ্যমন্ত্রীকে লেখা এই চিঠিতে অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ দেখালেও উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের আটক করা হচ্ছে৷ পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু, লাভ জিহাদের নামে মুসলিম পুরুষদের নিশানা করা, গো হত্যার অভিযোগে বা বিরোধী কণ্ঠকে চাপা দিতে জাতীয় নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে বলেও চিঠিতে অভিযোগ জানানো হয়েছে৷

  করোনা অতিমারি সামাল দিতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো যেভাবে ভেঙে পড়েছে, চিঠিতে তাঁরও নিন্দা করেছেন প্রাক্তন আমলারা৷

  যোগী সরকারকে অস্বস্তিতে ফেলে চিঠিতে সরাসরি অভিযোগ করা হয়েছে, 'দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, উত্তর প্রদেশে সরকার পরিচালনার যে মডেল তৈরি হয়েছে, তা সংবিধান এবং আইনের শাসনের উল্লিখিত মূল্যবোধ থেকে প্রতিদিন আরও দূরে সরে যাচ্ছে৷' চিঠিতে আরও বলা হয়েছে, 'দেখে মনে হচ্ছে পুলিশ সহ প্রশাসনের সব শাখাই ব্যবস্থা ভেঙে পড়েছে৷ আমাদের আশঙ্কা, এ ভাবে প্রশাসনিক প্রতিষ্ঠানগুলির অবক্ষয় চলতে থাকলে খুব শিগগিরই গণতন্ত্র ধ্বংস হবে৷'

  উদাহরণ হিসেবে হাথরসে গণধর্ষণের শিকার হওয়া দলিত তরুণীর তড়িঘড়ি শেষকৃত্যের কথা যেমন উল্লেখ করা হয়েছে, সেরকমই হাথরসে যাওয়ার পথে কেরলের সাংবাদিক সিদ্দিকি কাপ্পানের গ্রেফতারির কথাও বলা হয়েছে৷ চিঠিতে অভিযোগ করা হয়েছে, 'কাপ্পান ২০০ দিনের বেশি জেলবন্দি রয়েছেন৷ বর্তমানে যাঁরা রাজ্যের ভেঙে পড়া স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে সরব হচ্ছেন, তাঁদেরকেও শাস্তি দেওয়া হচ্ছে৷'

  আগামী বছর উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন রযেছে৷ সেকথা মনে করিয়ে দিয়ে যোগী আদিত্যনাথকে সতর্ক করে চিঠিতে বলা হয়েছে, 'ক্ষমতায় আসার পর থেকেই বর্তমান সরকারের কাজকর্মে মুসলিম বিরোধী মনোভাব এবং নীতি প্রকাশ্যে চলে এসেছে৷ আগামী বছরের নির্বাচনের কথা মাথায় রেখে বলা যায়, সরকার এখনই এই প্রবণতা বন্ধ না করলে খুব শিগগিরই রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি দেখা দিতে পারে৷ '

  Published by:Debamoy Ghosh
  First published: