#নয়াদিল্লি: প্রয়াত বর্ষীয়ান নেতা যশবন্ত সিং৷ তাঁর বয়স হয়েছিল ৮২৷ তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রথম জীবনে ভারতীয় সেনাবাহিনীর অফিসার ছিলেন পরবর্তীতে তিনি রাজনীতিতে পা রাখেন৷ অটল বিহারী বাজপেয়ী সরকারের যশবন্ত সিং প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।
বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া৷ তাঁর মৃত্যুর পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শোকবার্তা জানিয়েছেন ট্যুইটারে৷
প্রধানমন্ত্রী মোদি লেখেন, যশবন্ত সিং-কে তাঁর বুদ্ধিমত্তা ও দেশের সেবার জন্য চিরকাল সকলে মনে রাখবে৷ রাজস্থানে বিজেপিকে শক্তশালী করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর৷ তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা৷
Jaswant Singh Ji served our nation diligently, first as a soldier and later during his long association with politics. During Atal Ji’s Government, he handled crucial portfolios and left a strong mark in the worlds of finance, defence and external affairs. Saddened by his demise.
— Narendra Modi (@narendramodi) September 27, 2020
Spoke to Shri Manvendra Singh and expressed condolences on the unfortunate demise of Shri Jaswant Singh Ji.
— Narendra Modi (@narendramodi) September 27, 2020
True to his nature, Jaswant Ji fought his illness with immense courage for the last six years.
Deeply pained by the passing away of veteran BJP leader & former Minister, Shri Jaswant Singh ji. He served the nation in several capacities including the charge of Raksha Mantri. He distinguished himself as an effective Minister and Parliamentarian.
— Rajnath Singh (@rajnathsingh) September 27, 2020
Shri Jaswant Singh ji would be remembered for his intellectual capabilities and stellar record in service to the nation. He also played a key role in strengthening the BJP in Rajasthan. Condolences to his family and supporters in this sad hour. Om Shanti.
— Rajnath Singh (@rajnathsingh) September 27, 2020
রাজনাথ সিং ট্যুইট করেন, বর্ষীয়ান বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে গভীর শোকাহত৷ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেশে তিনি দেশের সেবা করেছেন৷ দক্ষ রাজনীতিক ও সাংসদ হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছিলেন তিনি৷