corona virus btn
corona virus btn
Loading

অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর রহস্যমৃত্যু

অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর রহস্যমৃত্যু

রহস্যজনকভাবে মৃত্যু হল অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷ মঙ্গলবার সকালে খোদ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন থেকে উদ্ধার হল প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলের মৃতদেহ ৷

  • Share this:

#ইটানগর:  রহস্যজনকভাবে মৃত্যু হল অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷ মঙ্গলবার সকালে খোদ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন থেকে উদ্ধার হল প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলের মৃতদেহ ৷ ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর নিথর দেহ ৷ প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন তিনি ৷

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি অরুণাচলের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন কালিখো পুল ৷ গত বছরের শেষে নবাম টুকি সরকারের সঙ্গে মতবিরোধের জেরে দল ছাড়েন তিনি ৷ পরে অন্তর্কলহের জেরে বিজেপির সমর্থন নিয়ে টুকিকে সরিয়ে মুখ্যমন্ত্রীর পদ দখল করেছিলেন কালিখো পুল ৷ কংগ্রেসেরই ১২ জন বিদ্রোহী বিধায়ক সমর্থন যুগিয়েছিল তাঁকে ৷ জুলাই মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে ফের অরুণাচলে নবাম টুকি সরকার ফিরে আসলে মুখ্যমন্ত্রীর পদ হারান কালিখো ৷

পরে আস্থা ভোটে সরকার ধরে রাখার জন্য কালিখো পুল সহ বিদ্রোহী কংগ্রেস নেতাদের দলে ফেরাতেই কংগ্রেস হাই কম্যান্ডের নির্দেশেই মুখ্যমন্ত্রীর পদ থেকে টুকিকে সরিয়ে ক্ষমতা তুলে দেওয়া হয় ২০১১-এ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত মুখ্যমন্ত্রীর দর্জি খাণ্ডুর ছেলে পেমার হাতে ৷ হাই কম্যান্ডের এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে বিদ্রোহী কংগ্রেস নেতা কালিখো পুল অন্য ৩০ জন বিদ্রোহী বিধায়ককে সঙ্গে নিয়ে ফিরে আসেন দলে ৷
ছবি সৌজন্য- শুভজিত সেনগুপ্ত ছবি সৌজন্য- শুভজিত সেনগুপ্ত মুখ্যমন্ত্রীর পদ হারালেও নিজের বাড়ির সংস্কারের জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনেই ছিলেন কালিখো পুল ৷ মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে বাধ্য হওয়ার কয়েকমাসের মধ্যেই এই ঘটনা ঘটায় কংগ্রেস বিধায়কের মৃত্যু নিয়ে দানা বেঁধেছে রহস্য ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, হতাশায় ভুগছিলেন কালিখো ৷ তার জেরেই এমন  সিদ্ধান্ত বলে দাবি পুলিশের ৷ কালিখো ঘনিষ্ঠ কংগ্রেস নেতারাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর থেকেই হতাশায় ভুগছিলেন তিনি ৷ মৃত্যুকালে কালিখোর বয়স হয়েছিল ৪৭ বছর ৷ ১৯৬৯ সালে ২০ জুলাই অরুণাচল প্রদেশে জন্ম হয়েছিল তাঁর ৷ খুব ছোট বয়সে বাবা-মাকে হারিয়েছিলেন তিনি ৷ প্রথম জীবনে ছুতোরের কাজ করেও জীবিকা নির্বাহ করেছেন অনাথ কালিখো ৷ মোট ২৩ বছরের রাজনৈতিক জীবনে ২২ বছরই ছিলেন কংগ্রেসের মন্ত্রীপদে ছিলেন তিনি ৷ কালিখো পুলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতির প্রণব মুখোপাধ্যায় ৷ কালিখোর মৃত্যুতে রাজনীতির বড় ক্ষতি হল বলে জানিয়েছেন শোকস্তব্ধ অরুণাচলের মুখ্যমন্ত্রী নবাম টুকি ৷ এছাড়াও  কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিও এই বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷
First published: August 9, 2016, 1:01 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर