corona virus btn
corona virus btn
Loading

' ভারতীয় সেনাকে মোদির সেনা যাঁরা বলেন, তাঁরা বেইমান' কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

' ভারতীয় সেনাকে মোদির সেনা যাঁরা বলেন, তাঁরা বেইমান' কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক
কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং

যোগী আদিত্যনাথকে ঘুরিয়ে 'বেইমান' বলেছেন ভি কে সিং, খবরটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়৷ BBC ওই সাক্ষাত্‍‌কারের ভিডিও আন-কাট পোস্ট করে৷

  • Share this:

#নয়াদিল্লি: 'বেইমান' মন্তব্য ভাইরাল হওয়ার পর, বিতর্ক সামলাতে ট্যুইটারকে ব্যবহার করলেন প্রাক্তন সেনাপ্রধান তথা কেন্দ্রীয়মন্ত্রী ভি কে সিং৷ তাঁর দাবি, তাঁর মন্তব্যকে বিকৃত করেছে মিডিয়া৷ এবং মিডিয়াকে 'প্রেস্টিটিউট' বলেও তীব্র ক্ষোভ করেছেন প্রাক্তন সেনাপ্রধান৷

BBC হিন্দিকে ভি কে সিংয়ের দেওয়া একটি সাক্ষাত্‍‌কার ঘিরেই যাবতীয় বিতর্কের শুরু৷ সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি সভায় ভারতীয় সেনাকে 'মোদির সেনা' বলে মন্তব্য করেন৷ যোগীর ওই মন্তব্যের পর রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। সরব হয়ে ওঠে বিরোধীরা। পাশাপাশি, দেশের প্রাক্তন সেনা কর্মীরাও এ নিয়ে প্রতিবাদ করেন। বিরোধীরা আদিত্যনাথের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। গোটা বিষয়টি গড়ায় নির্বাচন কমিশন পর্যন্ত।

আরও পড়ুন: 'মোদিজির সেনা' মন্তব্যে যোগী আদিত্যনাথকে নোটিস নির্বাচন কমিশনের

কমিশনের পক্ষ থেকে শুক্রবারের মধ্যে ওই মন্তব্যের জন্যে যোগীকে ব্যাখ্যা দিতে বলা হয়। BBC হিন্দিকে দেওয়া একটি সাক্ষাত্‍‌কারে ভি কে সিং বলেন, 'ভারতীয় সেনাকে যে বা যাঁরাই মোদি সেনা বলবেন, তাঁরা বেইমান৷' ভি কে সিংয়ের এই মন্তব্যের পরেই তুমুল বিতর্ক তৈরি হয়৷ তিনি বলেন, 'ভারতীয় সেনা দেশের সেনা৷ কোনও রাজনৈতিক দলের নয়৷'

যোগী আদিত্যনাথকে ঘুরিয়ে 'বেইমান' বলেছেন ভি কে সিং, খবরটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়৷ BBC ওই সাক্ষাত্‍‌কারের ভিডিও আন-কাট পোস্ট করে৷ এরপরই বৃহস্পতিবার রাতে ট্যুইট করেন প্রাক্তন সেনা প্রধান৷ ট্যুইটারে তাঁর দাবি, 'আমার মন্তব্যকে বিকৃত করা হয়েছে৷ BBC হিন্দি যা করেছে, ঠিক এই কারণেই আমি প্রেস্টিটিউট শব্দটি ব্যবহার করেছিলাম৷'

আরও ভিডিও: পারিষদদের সঙ্গে নিয়ে কুম্ভতে পুণ্যস্নান সারলেন যোগী আদিত্যনাথ, দেখুন ভিডিও

First published: April 5, 2019, 9:10 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर