#সুন্নিপেটা: নাল্লামাল্লা টাইগার রিসার্ভ। রাত হয়ে গিয়েছে। জঙ্গলের ভিতর রাউন্ডে বেরিয়েছেন ফরেস্ট অফিসার জ্যোতি স্বরূপ। তিনি হঠাৎই লক্ষ করেন, জঙ্গলের ভিতর মদ্যপান করছেন ৬'জন যুবক। স্বরূপ বাধা দেওয়ায় তাঁকে ধরে, বেঁধে বেধরক মারধর করে ওই ছয় যুবক।
জানা গিয়েছে, ওই ছ'জন হায়দরাবাদ থেকে শ্রীশৈলাম যাচ্ছিলেন, মল্লিকার্জুন মন্দির দর্শন করতে। স্বরূপ তাঁদের মদ্যপান করতে নিষেধ করলে তাঁকে সপাটে চড় মারে! এখানেই শেষ নয়! স্বরূপকে বলে, তাঁদের পা ধরে ক্ষমা চাইতে হবে। কোনওরকমে সেখান থেকে পালিয়ে, থানায় অভিযোগ দায়ের করেন জ্যোতি স্বরূপ। ফরেস্ট অফিসারের উপর হাত তোলার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Beaten brutally, Forest officer, Nallamalla Tiger Reserve, Protested against drinking, Reserve forest