• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ডেবিট কার্ড জালিয়াতির তদন্তে ফরেন্সিক অডিটর, স্বল্পসংখ্যক কার্ডেই প্রতারণা জানাল রিজার্ভ ব্যাঙ্ক

ডেবিট কার্ড জালিয়াতির তদন্তে ফরেন্সিক অডিটর, স্বল্পসংখ্যক কার্ডেই প্রতারণা জানাল রিজার্ভ ব্যাঙ্ক

এযাবৎকালের সবথেকে বড় জালিয়াতিকাণ্ডে তদন্তের ভার ফরেন্সিক অডিটরের হাতে তুলে দিল আরবিআই ৷

এযাবৎকালের সবথেকে বড় জালিয়াতিকাণ্ডে তদন্তের ভার ফরেন্সিক অডিটরের হাতে তুলে দিল আরবিআই ৷

এযাবৎকালের সবথেকে বড় জালিয়াতিকাণ্ডে তদন্তের ভার ফরেন্সিক অডিটরের হাতে তুলে দিল আরবিআই ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: এযাবৎকালের সবথেকে বড় জালিয়াতিকাণ্ডে তদন্তের ভার ফরেন্সিক অডিটরের হাতে তুলে দিল আরবিআই ৷ ডেবিট কার্ড জালিয়াতিতে যে সব ডেবিট কার্ডে এই প্রতারণার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখবে তদন্তকারীরা ৷ রিজার্ভ ব্যাঙ্কের দাবি, ঘটনায় অযথা আতঙ্ক ছড়িয়েছে ৷ অল্পসংখ্যক ডেবিট কার্ডের ক্ষেত্রেই এই প্রতারণার ঘটনা ঘটেছে ৷

  যে সব ব্যাঙ্কের গ্রাহকের ডেবিট কার্ডে এই জালিয়াতির ঘটনা ঘটেছে, সেই সব ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসে রিজার্ভ ব্যাঙ্ক ৷ কার্ডের তথ্য ফাঁস হওয়া আটকাতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা খতিয়ে দেখবে রিজার্ভ ব্যাঙ্ক ৷

  গত ৮ সেপ্টেম্বর প্রথম বেশ কয়েকটি ব্যাঙ্কের ডেবিট কার্ড প্রতারণার বিষয়টি নজরে আসে আরবিআই-য়ের ৷ এরপরই জালিয়াতদের হাত থেকে বাঁচতে মোট ৩২ লক্ষ গ্রাহকের ডেবিট কার্ড বা পিনই বদলে দেওয়া হয় ৷ ক্ষতিগ্রস্ত যে ব্যাঙ্কগুলি সবচেয়ে বেশি জালিয়াতির শিকার এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই, ইয়েস ব্যাঙ্ক বা অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহকরা। এদের মধ্যে রয়েছে ২৬ লক্ষ ভিসা বা মার্স্টারকার্ড। রুপে প্ল্যাটফর্মেও রয়েছে ৬ লক্ষ কার্ড। ৬ লক্ষ ডেবিট কার্ড বদলে ফেলেছে SBI-ও।

  অবৈধ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হিতাচি পেমেন্ট সার্ভিসের মতো থার্ড পার্টির সিস্টেমেই ভাইরাস ঢুকিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে ডেবি কার্ড সংক্রান্ত নানা তথ্য। ফরেনসিক বিশেষজ্ঞরাও ভারতীয় ব্যাঙ্কিং পরিষেবার দেখভালকারী সংস্থা ন্যাশনাল পেমেন্টস কাউন্সিল অব ইন্ডিয়াকেও তৎপর থাকার নির্দেশ দিয়েছে।

  First published: