হোম /খবর /দেশ /
বেশ কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে আজকের আবহাওয়া ?

বেশ কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে আজকের আবহাওয়া ?

কর্ণাটক, আন্দামন ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: মৌসম বিভাগের তরফে দেওয়া তথ্য অনুযায়ী আজ শনিবার দক্ষিণ ও উত্তর-পূর্বের একাধিক রাজ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ অন্যান্য রাজ্যে এদিন আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে ৷ কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, অসম ও মেঘালয়ে বৃষ্টি হতে পারে ৷ এর পাশাপাশি কর্ণাটক, আন্দামন ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

আগামী দু’দিন রাজধানী দিল্লিতে বায়ু দূষণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ হাওয়ার গতি বেশি থাকায় বাতাসের গুণমান উন্নত হবে ৷ শুক্রবার দিল্লিতে বায়ু দূষণের মাত্রা বেশ খারাপ ছিল ৷ সকাল সাড়ে ৯টায় দিল্লির দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল (একিউআই) ৩৮০ ৷ বৃহস্পতিবার ২৪ ঘণ্টা একিউআই ছিল ৩৯৫ ৷

পরিবেশবিদদের কাছে এখন চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লির বায়ু দূষণ। দিল্লি যেন ক্রমেই বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে। প্রতিদিন প্রতিনিয়ত সেখানে দূষণের মাত্রা বেড়েই চলেছে। সামনেই দীপাবলি, সেই সময় বায়ু দূষণ অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে চলে যায় ৷ শীত পড়ার আগেই বায়ু দূষণের জেরে হাঁসফাঁস অবস্থা হয় রাজধানী দিল্লির। তাই আগে থেকে পদক্ষেপ না নিলে দিল্লির মাত্রাতিরিক্ত বায়ু দূষণ চিন্তার কারণ হয়ে উঠতে পারে ৷

গত বছর দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে একাধিক মানুষকে শ্বাসকষ্টে ভুগতে দেথা গিয়েছিল ৷ পরিস্থিতি দেখে সেই সময় স্কুল ও কলেজও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Weather Forecast