#নয়াদিল্লি: মঙ্গলবার মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, পূর্ব, উত্তর ও মধ্যে ভারতের একাধিক এলাকায় আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ২৬ অগাস্ট ও তার পরের দিন ছত্তিসগড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ৷ পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে ও তার আশপাশের নিম্নচাপ তৈরি হয়েছে, যা আগামী ৪-৫ দিনে পশ্চিম-উত্তর পশ্চিমের তরফে এগোবে ৷ মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, এর জেরে ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে ২৮ অগাস্ট পর্যন্ত ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, ও পশ্চিমী রাজস্থানে ২৬ থেকে ২৮ অগাস্টের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
বিভাগের তরফে জানানো হয়েছে ওড়িশাতে ২৫-২৬ অগাস্ট, ছত্তিশগড়ে ২৭ অগাস্ট ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, ‘ভারতের উত্তর, মধ্য ও পূর্ব এলাকায় আগামী ৫ দিন পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷’
রাজস্থানে গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে ৷ মঙ্গলবারও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যের একাধিক এলাকায় মেঘ করে রয়েছে এবং হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ৷ সবচেয়ে বেশি বৃষ্টিপাত সিহোরি, জালোর, বাড়মের এবং পালি জেলায় হয়েছে ৷
জোড়া নিম্নচাপ রয়েছে দেশে। সুস্পষ্ট নিম্নচাপ সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ-পশ্চিম রাজস্থানে অবস্থান করছে আগামী 24 ঘন্টা পর এটির শক্তি ক্ষয় হয়ে যাবে। নতুন করে নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এটি আগামী চারদিনে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থানের দিকে যাবে।মৌসুমী অক্ষরেখা আগামী দুদিন অতি সক্রিয় থাকবে ।এই অক্ষরেখা বিকানির গোরখপুর পাটনা ধানবাদ দীঘা হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত।
এই সিস্টেম গুলির প্রভাবে আজ বুধবার প্রবল বৃষ্টি ওড়িশায়। আগামিকাল প্রবল বৃষ্টি হবে ছত্তীসগড়ে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডে। শনিবার পর্যন্ত নিম্নচাপের প্রভাবে মধ্যপ্রদেশ, পশ্চিম রাজস্থান ও পূর্ব রাজস্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হতে পারে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে এবং উত্তরপ্রদেশে। বুধবার ওড়িশা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার ছত্তীসগড়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সর্তকতা।
শুক্রবার উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ গুজরাত, মধ্যপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার রাজস্থান ও গুজরাতে ভারী বৃষ্টির সর্তকতা। রবিবার গুজরাত, কঙ্কন, গোয়া, পশ্চিম রাজস্থান, উত্তরাখণ্ড অসম, মেঘালয় ভারী বৃষ্টির পূর্বাভাস।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Weather Forecast