হোম /খবর /দেশ /
#WeatherAlert: আর কয়েক ঘণ্টার মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা!

#WeatherAlert: আর কয়েক ঘণ্টার মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা!

আগামী কয়েক ঘণ্টায় যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল-

  • Last Updated :
  • Share this:

#লখনউ: শুক্রবার উত্তরপ্রদেশের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম বিভাগ ৷ এদিন পশ্চিম উত্তরপ্রদেশের, বুন্দলখণ্ড ও ব্রেজ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ পূর্ব উত্তরপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে ৷ তবে পশ্চিম উত্তরপ্রদেশে নামতে চলেছে মুষলধারে বৃষ্টি ৷

আগামী কয়েক ঘণ্টায় যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল- সাহারনপুর, শামলি, মুজাফ্ফরনগর, বিজনৌর, মিরট, বাগপত, গাজিয়াবাদ, হাপুর, বুন্দলশহর, সম্বল, বদায়ু, আলিগড়, মথুরা, আগ্রা, হাথরস, ফিরোজাবাদ, এটা, কাসগঞ্জ, বহরাইচ, লখিমপুর, ললিতপুর ৷

এর পাশাপাশি বুন্দলখণ্ডের সমস্ত জেলায় আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ঝাঁসি, ললিতপুর, মহোবা, জালৌন, হমিরপুর ও আগ্রায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির অ্যালার্ট জারি করা হয়েছে ৷

বৃহস্পতিবারও বুন্দলখণ্ডের জেলাগুলিতে ভারী বৃষ্টি হয়েছে ৷ চুর্কে সবচেয়ে বেশি ১৭.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷ এর পর ঝাঁসিতে ১৫.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷ হমিরপুরে ১৪ মিলিমিটার, আলিগড়ে ৬.৪ মিলিমিটার, মিরটে ৬.৪ মিলিমিটার ও বালিয়াতে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷ বারাণসীতে ৩ মিলিমিটার ও কানপুরে ১.৬ মিলিমিটারে বৃষ্টি হয়েছে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Weather Forecast