#নয়াদিল্লি: গত কয়েকদিনে প্রচন্ড গরমে নাজেহাল সকলেই ৷ তার মধ্যেই এবার স্বস্তির বার্তা নিয়ে এল আবহাওয়া দফতর ৷ ভারতীয় মৌসম বিভাগের রিপোর্ট অনুযায়ী, মৌসুমি বায়ু আরও এগিয়ে আসার কারণে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করা হচ্ছে ৷ মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে আগামী ৪৮ ঘণ্টায় দেশের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ১২ ও ১৩ জুন দিল্লি ও এনসিআর-এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
পশ্চিম উত্তরপ্রদেশ আর্দ্রতা বেশি থাকায় অস্বস্থিকর আবহাওয়া তৈরি হয়েছে ৷ কিন্তু প্রাক বর্ষার কারণে রাজ্যের বেশ কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আর্দ্রতা বাড়তে থাকায় লো প্রেসার তৈরি হতে পারে ৷ আর এর জেরেই আচমকা প্রবল বৃষ্টি শুরু হতে পারে ৷ এই বৃষ্টি প্রচন্ড গরম থেকে রেহাই দেওয়ার পাশাপাশি ফসলের জন্যেও অত্যন্ত লাভবান হতে চলেছে ৷
মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ৯ থেকে ১১ জুন ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ১০ ও ১১ জুন বিদর্ভ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও গুজরাতে বৃষ্টি হতে পারে ৷
বিহারে ১৫ থেকে ২০ জুন বর্ষা প্রবেশ করতে পারে ৷ ঝাড়খণ্ডে ১৫ জুন পর্যন্ত পৌঁছে যাবে বর্ষা বলে মনে করা হচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Forecast Of Heavy Rainfall, Heavy Rainfall, Monsoon, Weather Forecast