• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • WeatherReport: স্বস্তির বার্তা, আজ একাধিক জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

WeatherReport: স্বস্তির বার্তা, আজ একাধিক জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে আগামী ২-৩ দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, ওড়িশা, মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে আগামী ২-৩ দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, ওড়িশা, মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে আগামী ২-৩ দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, ওড়িশা, মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

 • Share this:

  #নয়াদিল্লি: গত কয়েকদিনে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সকলের ৷ তবে শুক্রবার কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এল মৌসম বিভাগ ৷ এদিন দেশের একাধিক রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে আগামী ২-৩ দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, ওড়িশা, মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামানের উপর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে ৷ এর প্রভাব পড়তে চলেছে দক্ষিণ অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে ৷

  মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে ২ এপ্রিল বজ্রবিদ্যুৎ-সহ আন্দামানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মৎস্যজীবিদের এই সময় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷

  এর পাশাপাশি মৌসম বিভাগের তরফে আরও জানানো হয়েছে উত্তর ও পশ্চিম ভারতের মানুষ শুক্রবার বাড়তে থাকা তাপমাত্রা থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন ৷ আগামী ২-৩ দিন লু বইবে না ৷ আইএমডিএ একটি ট্যুইটে জানিয়েছেন, ‘আগামী ২৪ ঘণ্টায় পঞ্জাব, উত্তর রাজস্থান, হরিয়ানা, চন্ডীগড় ও দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ ও উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের অধিকাংশ এলাকায় (প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে) হাওয়া বইবে ৷

  বৃহস্পতিবার ওড়িশার প্রায় ১৫টি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হয়ে গিয়েছিল ৷ শুক্রবার বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে ৷

  আইএমডিএ-র পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও পূর্ব ভারতে এপ্রিল থেকে জুন পর্যন্ত দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে ৷ অন্যদিকে দক্ষিণ ভারতের বেশিরভাগ এলাকায়, পূর্ব ভারতের বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকতে পারে ৷

  Published by:Dolon Chattopadhyay
  First published: