#পটনা: আগামী দু’দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারে ৷ মৌসম বিজ্ঞান কেন্দ্র পটনার তরফে জানানো হয়েছে যে ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ রাজ্যের ১৮ জেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে ৷ এছাড়া নালন্দা ও পটনার জন্যেও অ্যালার্ট জারি করা হয়েছে ৷ বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম বিভাগ ৷ সাধারণ মানুষকে বাড়িতে থাকার অনুরোধ করা হয়েছে ৷
পটনা মৌসম বিজ্ঞান কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে রবিবার পর্যন্ত একাধিক এলাকায় ভারী বৃষ্টি হবে ৷ রবিবারের পর থেকে আবহাওয়া বদলাতে থাকবে ৷ ২৯ জুন থেকে বর্ষার তীব্রতা কিছুটা কমবে ৷ এই বার বর্ষা সময়ে এসেছে ফলে ভাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বিহার থেকে রাজস্থান পর্যন্ত ট্রফ লাইন তৈরি হয়েছে ৷ এর জেরে রাজ্যে কনভার্জেন্স জোন তৈরি হয়েছে ৷ এখানে গরম ও ঠান্ডা হাওয়ার একের অপরের সঙ্গে ধাক্কা লাগে ৷ এর জেরে বিদ্যুৎ চমকায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Forecast Of Heavy Rainfall, Weather Alert, Weather Forecast, Weather Update