#ভোপাল: ভোপাল স্টেশনে ফুটওভার ব্রিজ ভেঙে বিপত্তি। সকাল ৯টা নাগাদ আচমকাই ভোপাল রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের ফুটওভার ব্রিজের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন নিত্যযাত্রী। আহতদের ইতিমধ্যেই হামিদিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নিত্যযাত্রীদের দাবি, আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিনের দুর্ঘটনা প্রসঙ্গে রেলের জনসংযোগ আধিকারিক আই সিদ্দিকি বলেন, "ব্রিজের একটা অংশ এদিন সকালে ভেঙে পড়ে। ৭-৮ জন আহত হয়েছেন। তাঁদের কারও আঘাতই গুরুতর নয়। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাতে যদি কারও গাফিলতি থাকে, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
IA Siddiqui, Railway PRO: A small portion of the slab of the footover bridge collapsed. 7-8 people injured. There have been no grievous injuries, there is no casualty either. We will investigate the matter and action will be taken against the people responsible for it. #Bhopal https://t.co/UDKiVdLyqM pic.twitter.com/s27NuKEPcm
— ANI (@ANI) February 13, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhopal