• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • রেলে নতুন ডিভাইস ফগ পাস, কুয়াশার মধ্যেও সময়মত চলবে ট্রেন

রেলে নতুন ডিভাইস ফগ পাস, কুয়াশার মধ্যেও সময়মত চলবে ট্রেন

File Photo

File Photo

শীতের ঘন কুয়াশাতেও ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে এবার উন্নত প্রযুক্তি আনছে রেল।

 • Share this:

  #নয়াদিল্লি: শীতের ঘন কুয়াশাতেও ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে এবার উন্নত প্রযুক্তি আনছে রেল। উত্তর-সীমান্ত রেলে চালু হচ্ছে ফগ পাস সিস্টেম। জিপিএস প্রযুক্তিতে চলা এই সিস্টেম কুয়াশার মধ্যেও সময়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনে পৌঁছে দেবে ট্রেন। ধীরে ধীরে দেশের অন্যান্য জোনগুলিতেও লাগানো হবে এই ফগ পাস সিস্টেম।

  শীতের সকালে কুয়াশার দাপটে প্রায়ই বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে। দেরিতে চলাচলের জন্য যাত্রী বিক্ষোভের মুখেও পড়তে হয় রেলকে। সময়মতো ট্রেন চালাতে উত্তর-সীমান্ত রেলে ইতিমধ্যেই ফগম্যান নিয়োগ করা হয়েছে। এবার শীতের কুয়াশার মোকাবিলায় প্রযুক্তির সাহায্য নিচ্ছে রেল। নয়া প্রযুক্তির এই ফগ পাস সিস্টেম প্রথমেই ব্যবহার করা হচ্ছে উত্তর-সীমান্ত রেলে। কী এই ফগ পাস সিস্টেম ? - এটি একটি দেড় কেজি ওজনের ডিভাইস - ট্রেনের চালকরাই এই ডিভাইস নিয়ে কেবিনে উঠবেন - জিপিএস প্রযুক্তিতে কাজ করে এই ডিভাইস - ট্রেনের গন্তব্য, সামনের দুটি স্টেশনের বৈশিষ্ট্য ফুটে উঠবে স্ক্রিনে - সিগন্যালের তথ্যও দেবে এই ডিভাইস - চালকদের সুবিধায় থাকবে ভয়েস কমেন্ট্রি - ট্রেন কোনও স্টেশনের হোম সিগনাল থেকে কতটা দূরে সেই তথ্যও দেবে ওই ডিভাইস - ট্রেনচালক সিগনাল দেখতে না পেলে সেই তথ্যও ফুটে উঠবে ডিভাইসের এলসিডি স্ক্রিনে - কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকলেও ডিভাইস দেখেই চালক বুঝতে পারবেন সামনে সিগন্যাল লাল না সবুজ - ডিভাইসের মাধ্যমে লেভেল ক্রসিং সংক্রান্ত তথ্যও মিলবে হাজারের বেশি এই ডিভাইস চলে এসেছে রেলের হাতে। সব কটি জোনেই দেওয়া হবে এই ফগ পাস সিস্টেম। এর ফলে যেমন সময়মত ট্রেন চলাচলে সুবিধা হবে। তবে বর্তমানে চালকদের ম্যানুয়াল অনুসারে দৃশ্যমানতা কম থাকলে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে এই নয়া প্রযুক্তি ব্যবহার করলে ম্যানুয়াল বদলাতে হবে।

  First published: