corona virus btn
corona virus btn
Loading

অর্থনীতিতে গতি আনতে দুবাইয়ের ধাঁচে এই নয়া পরিকল্পনার ঘোষণা নির্মলা সীতারামনের

অর্থনীতিতে গতি আনতে দুবাইয়ের ধাঁচে এই নয়া পরিকল্পনার ঘোষণা নির্মলা সীতারামনের

এদিন সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘দুবাইয়ের ধাঁচে গোটা দেশেই আয়োজন করা হলে বার্ষিক শপিং ফেস্টিভ্যালের ৷

  • Share this:

#নয়াদিল্লি: ধুঁকছে দেশের অর্থনীতি৷ মন্দা দেশের সর্বত্র ৷ অর্থব্যবস্থার পরিস্থিতিতে উন্নতির জন্য একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ৷ ছোটখাট আয়কর ফাঁকিতে ছাড় থেকে শুরু করে আবাসন ক্ষেত্রে অসম্পূর্ণ প্রজেক্টে সম্পূর্ণ করতে ১০ হাজার কোটি টাকার সরকারি বিনিয়েগের ঘোষণা ৷ একইসঙ্গে রপ্তানি বাড়াতে এক্সপোর্ট ডিউটিতে কাঁটছাঁট সহ  ও জিএসটি রিটার্নেও সংস্কারের বড় ঘোষণা ৷

অর্থব্যবস্থাকে চাঙ্গা করতে এই নিয়ে শনিবার তৃতীয় সাংবাদিক বৈঠক করছেন অর্থমন্ত্রী  নির্মলা সীতারামন ৷ এদিন সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘দুবাইয়ের ধাঁচে গোটা দেশেই আয়োজন করা হলে বার্ষিক শপিং ফেস্টিভ্যালের ৷ মূলত বস্ত্র, চামড়াজাত দ্রব্যের সঙ্গে সঙ্গে এখানে যোগা ও পর্যটনের মতো পরিষেবাও এই ফেস্টিভ্যালের অংশ  ৷ ২০২০ মার্চ মাস থেকেই দেশের চারটি বড় শহরে হবে এই শপিং ফেস্টিভ্যাল ৷’ রপ্তানি ক্ষেত্রে শুধু এই ব্যবস্থাই নয় ৷ শুল্ক ব্যবস্থাতেও সংস্কারের পথে কেন্দ্র ৷ এর জন্য নয়া 'RoDTEP বা রেমিশন অফ ডিউটিস অর ট্যাক্সেস অন এক্সপোর্ট প্রোডাক্ট' প্রকল্পের ঘোষণা করেন নির্মলা সীতারামন। এই প্রকল্পে ব্যবসায়ীদের রপ্তানিতে উৎসাহ দিতে ৫০ হাজার কোটি খরচ করবে সরকার। প্রসঙ্গত, গত বছরের তুলনায় অগাস্টে দেশের রপ্তানির হার ৬.০৫% কমেছে।
নির্মলা সীতারামন এদিন বলেন, ‘অর্থনীতির উন্নতির জন্য একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ এতে দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ও শিল্পে উৎপাদনও বাড়বে ৷’ যদিও খাদ্যদ্রব্যের দাম ক্রমাগত বেড়ে চলার কারণে অগস্টেই মুদ্রাস্ফীতি ৩.১৫ শতাংশ থেকে ৩.২১ শতাংশে দাঁড়িয়েছে ৷
First published: September 14, 2019, 9:15 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर