#নয়াদিল্লি : করোনা ভাইরাস নিয়ে সারা দেশ এক গভীর সংকটে ৷ এরই মধ্যে মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করলেন ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ৷ যা ভারতের জিডিপি-র ১০ শতাংশ ৷ আর এই বিশাল অর্থের রাশি কোন খাতে কীভাবে ব্যবহার হবে তার সম্পর্কে বিস্তারিত জানাবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ৷
বুধবার দিন দেশের অর্থমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দেবেন প্রধানমন্ত্রীর বরাদ্দ করা আর্থিক প্যাকেজের বিশাল রাশি কোন সেক্টরে কীভাবে ব্যবহার করা হবে ৷ এই প্যাকেজের সবচেয়ে বড় অংশ বরাদ্দ হবে শ্রমিক শ্রেণি ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোগপতিদের জন্য ৷ প্রধানমন্ত্রী-র এত বড় ঘোষণার পর মঙ্গলবার উদ্যোগপতিরা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ৷ কারণ কোভিড ১৯ -র সংক্রমণ ও তার জেরে লকডাউনের ফলে সারা দেশের উৎপাদন চক্র স্তব্ধ হয়ে আছে এবং আর্থিক স্থিতাবস্থা তৈরি হয়েছে ৷ প্রধানমন্ত্রীর দেওয়া এই আর্থিক বরাদ্দে ফের সচল হয়ে উঠবে ভারতের অর্থনীতি এমনটাই মনে করেছেন তাঁরা ৷
প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘এর আগের ঘোষণা, রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা সব মিলিয়ে দেশবাসীকে মোট ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ দেওয়া হল ৷ যা সারা দেশের জিডিপি-র ১০ শতাংশ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বিষয়ে বিস্তারিত জানাবেন ৷ ’
সিআইআই-র পক্ষ থেকে চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী জমি, শ্রম, নগদ আর আইনকে সরল করার বিষয়ে বলেছেন, আমরা একে স্বাগত জানাচ্ছি ৷ এখন অর্থনীতি একটা বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে ৷ এই চারটি ক্ষেত্রে পরিবর্তন দেশের আর্থিক বৃদ্ধি ঠিক হবে৷ ফিকি -র পক্ষ থেকে সঙ্গীতা রেড্ডি পাঁচটি আধারের উল্লেখ করেছেন ৷ তিনি বলেছেন,অর্থব্যবস্থা, বুনিয়াদি পরিকাঠামো, ব্যবস্থা, জনসংখ্যা, আর চাহিদা এই পাঁচটি জিনিসের ওপর ভর দিয়ে ভারত ফের একবার উন্নয়নের রাস্তায় হাঁটবে ৷ তিনি আশা ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যখন এই প্যাকেজের রূপরেখা ঘোষণা করবেন তখন গরীব -দুঃস্থ , উদ্যোগপতি ও সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রাখা হবে ৷ ভারতকে আত্মনির্ভর করতে হলে শ্রম, জমি ও নগদের জোগানের ওপর জোর দিতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Narendra Modi