#দিল্লি: দরিদ্র ও অসহায় মানুষের কথা সব সময়ে ভেবে এসেছেন প্রধানমন্ত্রী। CNN News18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বাজেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে এমনই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট ২০২১ যা যা ঘোষণা করা হয়েছে সেগুলি প্রত্যেকটিই দেশের জন্য কেন্দ্রের সৎ প্রচেষ্টা বলে দাবি করেন তিনি।
নির্মলা বলছেন, "বাজেট ২০২১ একটি সৎ প্রচেষ্টা। দরিদ্র ও অসহায় মানুষের জন্য কী করা দরকার সেই বিষয়টি কখনও ভুলে যাননি প্রধানমন্ত্রী। সব সময়ে খোলা বাজার ও সমাজতন্ত্রীর মধ্যে সমতা বজায় রেখেছেন তিনি।"
#EXCLUSIVE - Finance Minister Nirmala Sitharaman (@nsitharaman) speaks to @Network18Group Editor-in-Chief @18RahulJoshi #BudgetWithNews18 | #FMtoNetwork18 https://t.co/NIgKWv8cCp
— News18 (@CNNnews18) February 1, 2021
নির্মলা জানিয়েছেন, প্রধানমন্ত্রী দরিদ্রদের নিয়ে এতটাই চিন্তিত থাকেন যে লকডাউন ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে তিনি গরীব কল্যাণ প্যাকেজ ঘোষণা করেছেন। অর্থমন্ত্রী সাক্ষাৎকারে বলছেন, "প্রধামন্ত্রীর চিন্তা ভাবনা খুব স্বচ্ছ। দরিদ্রদের জন্য কী করণীয় তা তিনি কখনও ভুলে যাননি। লকডাউন ঘোণষার ৪৮ ঘণ্টার মধ্যে তিনি গরীব কল্যাণ প্যাকেজ ঘোষণা করেছিলেন।"
এছাড়া তিনি বলছেন, মহামারী ও তার প্রভাবের কথা সকলকে মাথায় রাখতে হবে। আবার আগের ছন্দে যতদিন না ফিরছে অর্থনীতি ততদিন মাথায় রাখার কথা জানিয়েছেন নির্মলা সীতারমন।
প্রসঙ্গত, কৃষকদের আন্দোলন নিয়েও এদিন কথা বলেছেন অর্থমন্ত্রী। তাঁর মতে কৃষকদের ভুল পথে চালিত করা হচ্ছে। কথা বলার মাধ্যমে সমাধান করার কথা বলেছেন তিনি। তাঁর মতে ২০১৩-১৪ সাল থকে নূন্যতমসহায়ক মূল্য বেড়েছে। তাই তাঁর কথায়, "কৃষিমন্ত্রীর সঙ্গে এই বিষয় কথা বলুন৷ প্রধানমন্ত্রী তো বলেইছেন যে, কৃষকরা যে পরিবর্তনগুলি চান তার দিকে নজর রাখতে তিনি রাজি আছেন৷ আমরা চাই কৃষকরা উদ্বেগের বিষয় নিয়ে কথা বলুক। কৃষকরা কৃষি আইনের যে দিকগুলি সমস্যাযুক্ত মনে করছে তা সুনির্দিষ্টভাবে তুলে ধরুক।"