#নয়াদিল্লি: সারা দেশে খুব শীঘ্রই তৈরি হতে চলেছে আটটি উড়ান প্রশিক্ষণ কেন্দ্র বা ফ্লাইং ট্রেনিং অ্যাকাডেমিকস। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে এই খবর জানানো হয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্রগুলি দেশের পাঁচটি বিমানবন্দরে তৈরি হতে চলেছে। ওই বিমানবন্দরগুলি হল, কর্নাটকের বেলাগাভি এবং কালাবুর্গি, মহারাষ্ট্রের জলগাঁও, মধ্যপ্রদেশের খাজুরাহো এবং অসমের লীলাবাড়িতে।
মন্ত্রক সূত্রে খবর, গত বছরের নভেম্বর মাসে এই প্রশিক্ষণ কেন্দ্র তৈরির জন্য নিলাম-পত্র প্রকাশ করে কেন্দ্র। নিলাম-পত্রকে আকর্ষক করে তুলতে বার্ষিক ভাড়াও অনেক কম করে দেওয়া হয়। তবে প্রশিক্ষণ সংস্থাগুলির সুরক্ষা এবং যাত্রীবাহী বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়ার উপরে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কি না, তা যাচাই করে দেখে নেওয়া হয়েছে। মাত্র ১৫ লক্ষ টাকা ধার্য করা হয় ভাড়া হিসেবে। এর পর গত ৩১ মে পাঁচটি সংস্থাকে নিলামের ভিত্তিতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার বরাত দেওয়া হয়েছে। ওই পাঁচটি সংস্থা হল, এশিয়া-প্যাসিফিক, জেটসার্ভ, রেডবার্ড, সম্বর্ধনে এবং স্কাইনেক্স।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Flying Hub, India