#কলকাতা: করোনা আতঙ্কে আকাশপথ এখন বন্ধ। লকডাউনের যাঁতাকলে আকাশপথে যাত্রী পরিবহণ পুরোপুরি থমকে গিয়েছে। তাই বলে কি বিমান উড়ছে না? অবশ্যই উড়ছে। এবং তা উড়ছে দেশের মানুষের অতি প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার জন্য। কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রকের তত্ত্বাবধানে এই পুরো কাজটি সংগঠিত হয়েছে।
বেসরকারি বিমান সংস্থার মধ্যে যেমন ইন্ডিগো বা স্পাইসজেট যেমন আছে, তেমনই রয়েছে ব্লু-ডার্টের মতো কারগো সংস্থাও। গত কয়েকদিনে এরা প্রায় দু'হাজার টন ওষুধ সরবরাহ করেছে। এ জন্য ২৩৪ বার কারগো বিমান উড়েছে আকাশে। তবে এই সব সংস্থা ওষুধ সরবরাহ করেছে বাণিজ্যিক ভাবে।
দেশের বিভিন্ন দুর্গম স্থান যেমন, লাদাখ, কারগিল, ডিমাপুর ইম্ফল, গুয়াহাটি, লে, শ্রীনগর, পোর্ট ব্লেয়ারে ওষুধ পৌঁছে দেওয়ার কাজ করেছে ওই কারগো বিমানগুলি। এমনকী, করোনা-সহ নানা চিকিৎসায় ব্যবহারের জন্য বিভিন্ন যন্ত্রপাতিও আনা হয়েছে চিন থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক কর্তার কথায়, "সারা দেশে এই পরিস্থিতিতে ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুত রাখা এবং তা সরবরাহ করা ভীষণ জরুরি। সে কারণেই দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আমরা বিমানের মাধ্যমে ওষুধ পৌঁছে তা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Lockdown