• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ১১০ফুট গভীর গর্তে সারারাত আটকে থাকে ৫ বছরের শিশু! অবশেষে উদ্ধার...

১১০ফুট গভীর গর্তে সারারাত আটকে থাকে ৫ বছরের শিশু! অবশেষে উদ্ধার...

photo source colected

photo source colected

 • Share this:

  #মথুরা:  শনিবার মথুরার শেরগড়ের অগ্রালয় গ্রামে গাছ উঠে ফল পাড়ছিল বছর পাঁচের বালক প্রবীণ। হঠাৎ করেই হাত ফসকে সে নীচে একটি নলকূপের গর্তে পড়ে যায়। তার পর থেকেই এলাকায় হইচই শুরু হয়ে যায়। টানা আট ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশনের পর শেষ হয় পরিবারের উত্কন্ঠা। মথুরায় ১১০ ফুট গভীর নলকূপের গর্ত থেকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হল বছর পাঁচের প্রবীণকে।

  বাচ্চাটির কুঁয়োয় পড়ে যাওয়ার খবর যায় পুলিসে। খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা টিমের কাছে। চলে আসে সেনা বাহিনীর উদ্ধারকারী দলও। রবিবার সকালে তাঁকে অক্ষত অবস্থায় বাইরে আনে উদ্ধারকারী দল।উদ্ধার করার পর বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয় মথুরা জেলা হাসপাতালে। সেখানকার চিফ মেডিক্যাল অফিসার শের সিং সংবাদমাধ্যমে জানিয়েছেন, বাচ্চাটির শারীরিক অবস্থা ঠিকই রয়েছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওকে কিছু ওষুধ দেওয়া হয়েছে। আপাতত এক রাত ওকে ভর্তি রাখা হবে। আগামিকালই ছেড়ে দেওয়া হবে।

  First published: