হোম /খবর /দেশ /
ত্রিপুরায় গ্রেফতার আরও পাঁচ কর্মী, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তৃণমূলের

TMC workers arrested in Tripura: ত্রিপুরায় গ্রেফতার আরও পাঁচ কর্মী, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তৃণমূলের

ত্রিপুরায় ফের গ্রেফতার পাঁচ তৃণমূল কর্মী৷

ত্রিপুরায় ফের গ্রেফতার পাঁচ তৃণমূল কর্মী৷

সোমবার রাতে আমবাসা এলাকায় নিজেদের বাড়ি থেকেই ওই পাঁচ তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে (MC workers arrested in Tripura)৷

  • Last Updated :
  • Share this:

#আগরতলা: ত্রিপুরায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পুলিশি তৎপরতা অব্যাহত৷ যে আমবাসায় সুদীপ রাহা, জয়া দত্ত সহ তৃণমূল নেতাদের উপর আক্রমণ হয়েছিল বলে অভিযোগ, সেখান থেকেই পাঁচ তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতদের বিরুদ্ধে সুদীপ রাহা সহ তৃণমূল নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে৷ সুদীপ রাহা, জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্যদের বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ, বাইক ভাঙচুরের মতো অভিযোগ ছিল৷ তৃণমূলের অভিযোগ, তাঁদের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে৷ বিজেপি-র অবশ্য দাবি, পুলিশ পুলিশের কাজ করেছে৷ এ দিন আদালতে তোলা হলে পাঁচ তৃণমূল কর্মীকে ১৬ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক৷

যে পাঁচ তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন উত্তম কোলোই, তমাল বসু, পঙ্কজ দেবনাথ, মিঠু মালাকার এবং মিঠু বিশ্বাস৷ ইতিমধ্যেই পাঁচ কর্মীর মুক্তির চেষ্টায় আইনি সহযোগিতার ব্যবস্থা করেছে তৃণমূল৷ পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক নিজে এই মুহূর্তে ত্রিপুরায় রয়েছেন৷ পাঁচ কর্মীর মুক্তির জন্য আইনজীবীদের সঙ্গে নিয়ে ইতিমধ্যেই আমবাসায় পৌঁছেছেন৷

অভিযোগ, সোমবার রাতে আমবাসা এলাকায় নিজেদের বাড়ি থেকেই ওই পাঁচ তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷ মলয় ঘটক অভিযোগ করেন, 'আমাদের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে৷ জামিনের আবেদন আটকাতে আইনজীবীকে কেসের রেকর্ড দেওয়া হচ্ছে না৷ হাইকোর্ট থেকে সরকারি কৌঁসুলিকে নিয়ে আসা হয়েছে জামিন আটকানোর জন্য৷ এখানে কেউ যাতে বিরোধী রাজনীতি না করে, তাই ভয় দেখানোর জন্য আমাদের কর্মীদের গ্রেফতার করা হয়েছে৷' মলয়বাবুর অবশ্য দাবি, এসব করেও ত্রিপুরায় তৃণমূলকে আটকানো যাবে না৷ আগামিকালও ত্রিপুরায় অনেকেই তৃণমূলে যোগ দেবেন বলে দাবি করেছেন তিনি৷

তৃণমূল নেতা কুণাল ঘোষও একই অভিযোগ করেছেন৷ তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পরিস্থিতির উপরে নজর রাখছেন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রতিনিয়ত খবর নিচ্ছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কুণাল ঘোষের হুঁশিয়ারি, 'যত এসব করবেন, ত্রিপুরায় তৃণমূল তত বাড়বে৷ ত্রিপুরায় আপনাদের সরকারের আয়ু আর মাত্র দেড় বছর৷'

যদিও তৃণমূলের যাবতীয় অভিযোগকে উড়িয়ে দিয়ে ত্রিপুরার বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরীর দাবি, 'পুলিশ পুলিশের কাজ করেছে৷ মিথ্যে মামলা হয়ে থাকলে আদালত বিচার করবে৷ গোটা ঘটনার ফুটেজ রয়েছে৷ গুন্ডাগিরি, পুলিশ, মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করলে মামলা করা হবে না? অন্য রাজ্য থেকে কেউ ত্রিপুরায আসতেই পারেন, কিন্তু নাটক মঞ্চস্থ করলে পুলিশ ব্যবস্থা নেবে না?'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BJP, TMC, Tripura