#আগরতলা: ত্রিপুরায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পুলিশি তৎপরতা অব্যাহত৷ যে আমবাসায় সুদীপ রাহা, জয়া দত্ত সহ তৃণমূল নেতাদের উপর আক্রমণ হয়েছিল বলে অভিযোগ, সেখান থেকেই পাঁচ তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতদের বিরুদ্ধে সুদীপ রাহা সহ তৃণমূল নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে৷ সুদীপ রাহা, জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্যদের বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ, বাইক ভাঙচুরের মতো অভিযোগ ছিল৷ তৃণমূলের অভিযোগ, তাঁদের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে৷ বিজেপি-র অবশ্য দাবি, পুলিশ পুলিশের কাজ করেছে৷ এ দিন আদালতে তোলা হলে পাঁচ তৃণমূল কর্মীকে ১৬ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক৷
যে পাঁচ তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন উত্তম কোলোই, তমাল বসু, পঙ্কজ দেবনাথ, মিঠু মালাকার এবং মিঠু বিশ্বাস৷ ইতিমধ্যেই পাঁচ কর্মীর মুক্তির চেষ্টায় আইনি সহযোগিতার ব্যবস্থা করেছে তৃণমূল৷ পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক নিজে এই মুহূর্তে ত্রিপুরায় রয়েছেন৷ পাঁচ কর্মীর মুক্তির জন্য আইনজীবীদের সঙ্গে নিয়ে ইতিমধ্যেই আমবাসায় পৌঁছেছেন৷
অভিযোগ, সোমবার রাতে আমবাসা এলাকায় নিজেদের বাড়ি থেকেই ওই পাঁচ তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷ মলয় ঘটক অভিযোগ করেন, 'আমাদের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে৷ জামিনের আবেদন আটকাতে আইনজীবীকে কেসের রেকর্ড দেওয়া হচ্ছে না৷ হাইকোর্ট থেকে সরকারি কৌঁসুলিকে নিয়ে আসা হয়েছে জামিন আটকানোর জন্য৷ এখানে কেউ যাতে বিরোধী রাজনীতি না করে, তাই ভয় দেখানোর জন্য আমাদের কর্মীদের গ্রেফতার করা হয়েছে৷' মলয়বাবুর অবশ্য দাবি, এসব করেও ত্রিপুরায় তৃণমূলকে আটকানো যাবে না৷ আগামিকালও ত্রিপুরায় অনেকেই তৃণমূলে যোগ দেবেন বলে দাবি করেছেন তিনি৷
তৃণমূল নেতা কুণাল ঘোষও একই অভিযোগ করেছেন৷ তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পরিস্থিতির উপরে নজর রাখছেন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রতিনিয়ত খবর নিচ্ছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কুণাল ঘোষের হুঁশিয়ারি, 'যত এসব করবেন, ত্রিপুরায় তৃণমূল তত বাড়বে৷ ত্রিপুরায় আপনাদের সরকারের আয়ু আর মাত্র দেড় বছর৷'
যদিও তৃণমূলের যাবতীয় অভিযোগকে উড়িয়ে দিয়ে ত্রিপুরার বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরীর দাবি, 'পুলিশ পুলিশের কাজ করেছে৷ মিথ্যে মামলা হয়ে থাকলে আদালত বিচার করবে৷ গোটা ঘটনার ফুটেজ রয়েছে৷ গুন্ডাগিরি, পুলিশ, মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করলে মামলা করা হবে না? অন্য রাজ্য থেকে কেউ ত্রিপুরায আসতেই পারেন, কিন্তু নাটক মঞ্চস্থ করলে পুলিশ ব্যবস্থা নেবে না?'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।