#নয়াদিল্লি: কেন্দ্রের নতুন সিদ্ধান্তে আধার ও প্যান লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৷ তবে ইতিমধ্যেই অনেকেই লিঙ্ক করে ফেলেছে আধার ও প্যান কার্ড ৷ তবে লিঙ্ক করার সময় এই পাঁচটি বিষয় মেনেছেন তো ? একবার মিলিয়ে নিন ঠিকভাবে আধার কার্ড ও প্যান নম্বর লিঙ্ক করেছেন কিনা ৷
১. প্রথম সঠিক আধার ও প্যান নম্বর দিন ৷
২. ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকলে নিজের আইডি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। যদি তা না থাকে তাহলে আলাদা করে রেজিষ্ট্রেশন করুন ৷
৩. পেজে গিয়ে লিঙ্ক আধারে গিয়ে ক্লিক করুন ৷ প্যানে যে নাম ও নম্বর দেওয়া আছে সেটাই দিতে হবে ৷ এর পরে আধারের ১২ সংখ্যার নম্বর বা ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দিতে হবে। ক্যাপচা ভেরিফাই করলে লিঙ্ক আধার বলে যে বাটন আছে তাতে ক্লিক করুন ৷
৪. সমস্ত তথ্য ঠিক থাকলে আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণ হয়ে যাবে ৷
৫. এরপর স্ক্রিনে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আধারের সঙ্গে প্যান সফল ভাবে সংযুক্তিকরণ হয়ে গিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhar Card, Bengali News, Link Aadhar With Pan Card, Pan Card, Steps To Link Aadhar With Pan Crad