corona virus btn
corona virus btn
Loading

উরির ধাঁচে কুপওয়াড়ার চৌকিবল সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, নিহত ৫ জওয়ান

উরির ধাঁচে কুপওয়াড়ার চৌকিবল সেনা ক্যাম্পে জঙ্গি হামলা,  নিহত ৫ জওয়ান

উরি হামলার স্মৃতি উস্কে বৃহস্পতিবার ভোর ভোর ৪.৩০টা নাগাদ কুপওয়াড়ার চৌকিবল সেনা ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা ৷

  • Share this:

#শ্রীনগর: ফের সেনা ক্যাম্পে জঙ্গি হামলা ৷ উরি হামলার স্মৃতি উস্কে বৃহস্পতিবার ভোর ভোর ৪.৩০টা নাগাদ কুপওয়াড়ার চৌকিবল সেনা ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা ৷ ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন সেনা জওয়ান ৷ সেনার পাল্টা গুলিতে খতম হয়েছে দু’জন জঙ্গি ৷ এখনও দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় চলছে ৷

শহিদ পাঁচ জওয়ানের মধ্যে রয়েছেন ১ মেজর, ১ জুনিয়র কম্যান্ড অফিসার ও ৩ জওয়ান ৷ আহত হয়েছেন আরও ৫ জওয়ান ৷ মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে ৷ আহতদের শ্রীনগরে নিয়ে যাওয়া হয়েছে ৷

নিয়ন্ত্রণরেখা থেকে ৫ কিলোমিটার দূরে  অবস্থিত এই সেনা ক্যাম্প ৷ এদিন সেনাছাউনিতে আচমকা হামলা চালায় কয়েকজন জঙ্গি। সেনাছাউনি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। ছোড়া হয় গ্রেনেডও। সেনার জঙ্গিদমন অবশ্য সহজ হয়নি। দফায় দফায় চলে গুলির লড়াই। লড়াইয়ে খতম হয়েছে জঙ্গিরা। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

দুই জঙ্গির দেহ উদ্ধার হলেও ঠিক কতো জন ক্যাম্পে প্রবেশ করেছিল তা এখনও স্পষ্ট নয় ৷

First published: April 27, 2017, 9:01 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर