#দিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ি থেকে উদ্ধার হল প্রায় পাঁচ ফুট লম্বা একটি সাপ৷ গত বৃহস্পতিবার সাপটিকে উদ্ধার করা হয় বলে খবর৷ দিল্লিতে অমিত শাহের বাংলোর নিরাপত্তা রক্ষীদের ঘরের কাছেই সাপটিকে প্রথম দেখতে পাওয়া যায়৷
তবে পাঁচ ফুট লম্বা সাপটি নির্বিষ বলেই জানা গিয়েছে৷ সাধারণত জলঢোরা বলে পরিচিত এই ধরনের সাপ৷ কোনওভাবে বাংলোর ভিতরে চলে এসেছিল সেটি৷ একটি পশু প্রেমী সংস্থাকে খবর দিলে তাদের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান৷
আরও পড়ুন: মানিক ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে হানা, তালা ভেঙে ভিতরে ঢুকল ইডি
ওই সংগঠনের এক প্রতিনিধি জানিয়েছেন, গত বৃহস্পতিবার আচমকাই অমিত শাহের বাড়িতে কর্তব্যরত এক নিরাপত্তারক্ষীর পায়ে বাঁধে সাপটি৷ সঙ্গে সঙ্গে ওই পশুপ্রেমী সংগঠনের হেল্পলাইনে যোগাযোগ করা হয়৷ প্রায় তিরিশ মিনিটের চেষ্টায় সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়৷ আপাতত সাপটি চিকিৎসাধীন রয়েছে৷ খুব শিগগিরই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে৷
সাধারণত জলাশয়, কৃষি জমিতেই এই ধরনের সাপ দেখা যায়৷ সাপটিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সাহায্য করার জন্য অমিত শাহের বাড়ির নিরাপত্তারক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন ওই পশুপ্রেমী সংস্থার সদস্যরা৷ বর্ষার মরশুমে দিল্লিতে অন্তত ৭০টি সাপ উদ্ধারের খবর মিলেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।