#মুম্বই:গুজরাতের পর এবার মহারাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ ৷ তারাপুর কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলকর্মীরা ৷ তৎপরতার সঙ্গে চলছে উদ্ধারকাজ ৷ মুম্বই থেকে ১০০ কিলোমিটার দূরে রয়েছে এই কেমিক্যাল কারখানা ৷ আজ, শনিবার সন্ধে ৭টা ২০ মিনিটে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় ৷ বিস্ফোরণস্থলের অন্তত ১৫ কিমি দূরে পর্যন্ত শব্দ শোনা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷
Atleast 8 dead after a powerful #explosion rocked #chemical #factory #TaraNitrate in #Tarapur MIDC of #Boisar and #Palghar. Magnitude of the explosion is so loud that nearby window panes shattered and the sound can be heard for 30 km. pic.twitter.com/HPMqwwV6JV
— MSW (@s7tweets) January 11, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maharashtra, Tarapur