হোম /খবর /দেশ /
মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়ল বিশাল বাক্স,‌ ভিতরে ১০০ কোটি টাকার জিনিস!‌

মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়ল বিশাল বাক্স,‌ ভিতরে ১০০ কোটি টাকার জিনিস!‌

মমল্লাপুরমের মৎসজীবীদের জালে যখন একটি ব্যারেল ওঠে, তখন তার ওপরে লেখা পড়ে তাঁরা ভাবলেন এটি একটি চায়ের টিন

  • Last Updated :
  • Share this:

#‌মমল্লাপুরম:‌ গিয়েছিলেন মাছ ধরতে। কিন্তু সেই মাঝ ধরার জালেই যা ধরা পড়ল, তা দেখে চক্ষু চড়কগাছ মৎসজীবীদের। এমনও হতে পারে তা তাঁরা মোটেই ভাবতে পারেননি। ভেবেছিলেন ফেলে দেওয়া জিনিস, কিন্তু বাক্স খুলতেই দেখা গেল, ভিতরে রয়েছে বহুমূল্য জিনিস।

মমল্লাপুরমের মৎসজীবীদের জালে যখন একটি ব্যারেল ওঠে, তখন তার ওপরে লেখা পড়ে তাঁরা ভাবলেন এটি একটি চায়ের টিন। কারণ সেখানে লেখাই ছিল "refined tea"। কিন্তু আপাতভাবে চায়ের টিন মনে হওয়া সেই ব্যারেল খুলতেই দেখা গেল, ভিতরে রয়েছে সাদা পাউডারের প্যাকেট। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দিলেন পুলিশকে।

পুলিশ বিষয়টি দেখে জানালো, এই ব্যারেলে রয়েছে ৭৮ কেজি মাদক। যার দাম প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি। পুলিশ মনে করছে দক্ষিণ পূর্ব এশিয়ার কোনও মাদক পাচারকারি দল কোনও মতলবে এটি সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। পরে সেটা মৎসজীবীদের হাতে এসে পড়ে। গোটা ঘটনার তদন্ত চলছে।

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Fisherman, Meth