#গুরুগ্রাম: করোনার প্রকোপে গোটা বিশ্ব এখন বিপর্যস্ত ৷ গোটা দেশে এখন লকডাউন ৷ সবার প্রায় ঘরবন্দি ৷ এই অবস্থায় এক সমীক্ষায় বলছে, গোটা বিশ্বেই পারিবারিক অশান্তির হার বেড়ে গিয়েছে ৷ দাম্পত্য কলোহও চরমে ৷ তাই অপরাধের হারও গোটা বিশ্বে বেড়ে গিয়েছে ৷
গুরুগ্রামে এমনই এক অশান্তির খবর পাওয়া গেল৷ যেখানে এক ব্যক্তি খুন করে বসলেন তাঁর স্ত্রীকে !
খবর অনুযায়ী, গুরুগ্রামের এক ব্যক্তির স্ত্রী লকডাউনের মাঝে ফোন করেছিলেন তাঁর প্রাক্তন স্বামীকে ৷ প্রাক্তন স্বামীর সঙ্গে কথা বলাটা একেবারেই অপছন্দ ছিল ব্যক্তির ৷ এই নিয়ে মাঝে মধ্যে বচসাও হয় ৷ তবে মঙ্গলবার সেই বচসা চরমে যায় ৷ অবশেষে নিজের স্ত্রীকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করে ব্যক্তি৷ স্ত্রীয়ের মৃত দেহ খাটের ভিতর লুকিয়ে রেখে পালানোর চেষ্টা করে৷ পরে অবশ্য পুলিশের হাতে গ্রেফাতর হয় অভিযুক্ত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Lock Down