corona virus btn
corona virus btn
Loading

আকাশ থেকে ঝরে পড়ল আগুনের গোলা ! তুমুল হইচই এলাকাজুড়ে

আকাশ থেকে ঝরে পড়ল আগুনের গোলা ! তুমুল হইচই এলাকাজুড়ে
  • Share this:

#গাজিয়াবাদ: আকাশ থেকে ঝরে পড়ছে আগুনের গোলা ! এমন দৃশ্য দেখে যে কেউ ভয় পাবে ৷ ভয় পাওয়াটাও স্বাভাবিক ৷ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সম্প্রতি এমন অদ্ভূত দৃশ্যই দেখা গিয়েছে ৷ যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা ৷

সংবাদসংস্থা সূত্রে খবর, বুধবার প্রবল বৃষ্টির মধ্যেই মানুষ দেখতে পান, আকাশ থেকে এক বিরাট আগুনের গোলা আকাশ থেকে ধেয়ে আসছে। রেল স্টেশনের কাছে তা বিকট শব্দে আছড়ে পড়ে। দমকলকে খবর দেওয়া হয়। সেখানে জানানো হয়, একটা উল্কা মাটিতে আছড়ে পড়েছে।

দমকল বিভাগের আধিকারকরা জ্বলন্ত বস্তুটিকে নেভানোর পর সেটিকে পরীক্ষা করে দেখেন ৷ ভূতত্ত্ববিদ এসে পরীক্ষা করে দেখেন এবং জানান যে উল্কা বলে তো মনে হচ্ছে না ৷ বস্তুটি প্রধানত সোডিয়াম মৌল দিয়ে তৈরি ৷ যা জলের সংস্পর্শে এলেই জ্বলতে শুরু করে ৷ আপাতত সেটিকে লখনউয়ের ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য ৷

First published: March 8, 2020, 5:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर