#নয়াদিল্লি: বিধ্বংসী আগুন লাগল শাহিনবাগের একটি আসবাবের বাজারে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছেছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
রবিবার রাতে শুনশান ছিল গোটা শাহিনবাগ চত্বর। হঠাৎই আগুন ধরে যায় শাহিনবাগের ওই আসবাব বাজারের একটি দোকানে। সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত গতিতে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বিরাট বাহিনী। এক দমকল কর্মীর কথায়, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি আমরা চেষ্টা চালাচ্ছি। কী ভাবে আগুন লাগল তাই নিয়ে ধোঁয়াশা রয়েছে।
#NewsAlert – Fire breaks out at Delhi's Shaheen Bagh area. Four fire tenders rushed to the spot. More details awaited. pic.twitter.com/coou5OBYkp
— CNNNews18 (@CNNnews18) March 29, 2020
গত কয়েকমাস সিএএ বিরোধীদের প্রতিবাদের আখড়া হয়ে উঠেছিল শাহিনবাগ। মহিলা প্রতিবাদীরা দিনের পর দিন দক্ষিণ দিল্লির এই অঞ্চলে প্রতিবাদ করেছেন। করোনার জেরে দেশে লকডাউন জারি হওয়ায় প্রতিবাদীদের তুলে দেয় দিল্লি পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।