#মুম্বই: বিধ্বংসী আগুনের গ্রাসে মুম্বইয়ের জিএসটি ভবন। সপ্তাহের প্রথম দিনেই বাইকুলার জিএসটি ভবনের আটতলা থেকে লেলিহান শিখা বেরোতে দেখতে পান স্থানীয়রা।
ঘটনাস্থলে কাজ করছে দমকলের পাঁচটি ইঞ্জিন। তবে টেন্ডারের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই গাঢ় ধোঁয়ায় ছেয়ে গিয়েছে বাইকুলার আকাশ। তবে হতাহতের কোনও খবর মেলেনি। কী থেকে আগুন লাগল তা জানা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দমকলকর্মীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।