corona virus btn
corona virus btn
Loading
LIVE NOW

LIVE BUDGET 2020: বাড়ল আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা, ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত

আর্থিক বৃদ্ধির হার বাড়াতে একাধিক পথ নিয়েছে কেন্দ্র। সেই দাওয়াইতে কী গতি ফিরবে অর্থনীতিতে?

Bengali.news18.com | February 1, 2020, 2:41 PM IST
facebook Twitter google Linkedin
Last Updated February 1, 2020
auto-refresh
2:41 pm (IST)

কলকাতা জাতীয় মিউজিয়মের সংস্কারের জন্যও বাড়তি অর্থ বরাদ্দ করা হয়েছে ৷ সেই সঙ্গে দেশের আরও ৪ টি মিউজিয়মের সংস্কার হবে ৷

2:41 pm (IST)

বাজেটে তপশিলী জাতি, উপজাতির জন্য বাড়তি অর্থ বরাদ্দ করা হয়েছে ৷ অর্থমন্ত্রীর ঘোষণা, সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে আর ম্যানুয়াল পদ্ধতি নয়, প্রযুক্তি ব্যবহার করা হবে ৷

2:40 pm (IST)

 ৩ বছরের মধ্যে প্রতিটি বাড়িতে প্রি পেড স্মার্ট মিটার নিয়ে আসার লক্ষ রয়েছে ৷ এতে গ্রাহক কার থেকে বিদ্যুৎ কিনবেন তা বেছে নিতে পারবেন ৷এর জন্য বাজেটে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ 

 

2:39 pm (IST)

আকাশপথে পরিবহণেও বড় চমক অর্থমন্ত্রীর. ২০২৪ সালের মধ্যে দেশে আরও ১০০ বিমানবন্দর তৈরির ঘোষণা ৷

2:39 pm (IST)

জলপথে পরিবহণেও বাড়তি গুরুত্ব বাজেট প্রস্তাবে ৷ বিনিয়োগ বাড়াতে বন্দরগুলির বেসরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে ৷ জলপথ পরিবহণের সুবিধার্থে ২ হাজার কিলোমিটার উপকূল সড়ক তৈরি হবে ৷

2:39 pm (IST)

সড়কপথের উন্নয়নে জোর ৷ দিল্লি -মুম্বই এক্সপ্রেস হাইওয়ের মত ৪টি মেগা বাজেট প্রকল্প ২০২৩-এর মধ্যে শেষ করার লক্ষ ৷ আমেদাবাদ-বেঙ্গালুরু নতুন রেল প্রকল্প শুরুর ঘোষণা ৷ 

2:38 pm (IST)

ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে লগ্নি বাড়াতে জোর ৷ এতে কর্মসংস্থান বাড়বে ৷ দেশি মোবাইল ফোন, বৈদ্যুতিক যন্ত্রাংশ উৎপাদনে উৎসাহ দিতে নতুন প্রকল্পের প্রস্তাব ৷ 

2:38 pm (IST)

নতুন বাজেটে সমাজের সব শ্রেণির মানুষকে স্বাস্থ্য, শিক্ষা ও চাকরি দেওয়ার লক্ষ ৷  সকলের অর্থনৈতিক উন্নতি ও সংবেদনশীল সমাজ গড়ার লক্ষ ৷ 

1:40 pm (IST)

বাড়ল আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা। ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত। ৫ লক্ষ  টাকা থেকে সাড়ে সাত লক্ষ টাকা আয়ে দশ শতাংশ কর দিতে হবে। সাড়ে সাত লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা আয়ে কর দিতে হবে পনেরো শতাংশ। দশ লক্ষ টাকা থেকে সাড়ে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে কুড়ি শতাংশ। সাড়ে বারো লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে পঁচিশ শতাংশ। আর পনেরো লক্ষের ওপর আয়কর দিতে হবে ত্রিশ শতাংশ। 

1:40 pm (IST)

আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পিপিপি মডেলে হাসপাতাল তৈরির ঘোষণা নির্মলা সীতারমনের. ১১২ জেলায় তৈরি হবে নতুন হাসপাতাল.

Load More

শুক্রবার বাজেট ২০২০ পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এবছরের বাজেটের দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ ৷ একাধিক বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এদিন বাজেট পেশের আগে আর্থিক সমীক্ষা পেশ সংসদে। ২০২০-২১ আর্থিক বর্ষে বৃদ্ধির পূর্বাভাস। জিডিপির বৃদ্ধির হার ৬-৬.৫‍%। আর্থিক সমীক্ষায় পূর্বাভাস। চলতি আর্থিক বর্ষে বৃদ্ধির হার ৫%। গত ১১ বছরে বৃদ্ধির হার সর্বনিম্ন ৷

আর্থিক বৃদ্ধির হার বাড়াতে একাধিক পথ নিয়েছে কেন্দ্র। সেই দাওয়াইতে কী গতি ফিরবে অর্থনীতিতে? আর্থিক সমীক্ষা রিপোর্ট জানাল, বৃদ্ধির হারকে রাতারাতি টেনে তোলার কোনও আশা নেই। আগামী ৩-৪ বছরে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হয়ে ওঠাও বেশ কঠিন।