শিশু সন্তানকে বারবার আছাড় বাবার ! দেখুন মর্মান্তিক ভাইরাল ভিডিও

Representative Image

Representative Image

স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে সন্তানকে অমানবিক ভাবে মারধর করলেন বাবা ৷ ঘটনার ভিডিও সামনে আসতে হতভম্ব সবাই ৷ এ কেমন বাবা যিনি সন্তানকে ছুড়ে ফেলতে পারেন তাও আবার অটো রিক্সার ওপর ৷ ঘটনাটি হায়দরাবাদের ৷

  • Last Updated :
  • Share this:

    #হায়দরাবাদ: স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে সন্তানকে অমানবিক ভাবে মারধর করলেন বাবা ৷ ঘটনার ভিডিও সামনে আসতে হতভম্ব সবাই ৷ এ কেমন বাবা যিনি সন্তানকে ছুড়ে ফেলতে পারেন তাও আবার অটো রিক্সার ওপর ৷ ঘটনাটি হায়দরাবাদের ৷  যিনি এই জঘন্য কাজটি করেছেন তার নাম শিব গৌড় ৷ ঘটনার সূত্রপাত সোমবার রাত ২টায় ৷

    আরও পড়ুন যোনির অঙ্গছেদ অর্থাৎ খাতনা প্রথা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

    স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া হয় শিবের ৷ সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন শিব ৷ ঝগড়া এতটা তুমুল শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে যে প্রতিবেশিরাই পুলিশকে খবর দয় ৷ পুলিশ পৌঁছেও যায় ঘটনাস্থলে ৷ কিন্তু তারপরও শিবের এই আচরণে ভীত হয়ে পড়েন পাড়া প্রতিবশিরা ৷ পুলিশ এসেও বাগে আনতে পারেনি শিবকে ৷ স্ত্রীকে তো মারধর করছিলেনই তিনি ৷ তারপর হঠাৎ করেই  নিজের সন্তানের ওপর রাগ গিয়ে পড়ে তার ৷ তুলে আছাড় মারে ৩ বছরের শিশুকে ৷ এরপরও থেমে থাকেননি তিনি ৷ সামনে দাঁড়িয়ে থাকা একটি অটো রিক্সায় সজোরে আছাড় মারে বাচ্চাটিকে ৷

    আরও পড়ুন পায়ে গুরুতর চোট, পাচারকারীদের হাতে মৃত্যু পাঞ্জাবের যুবকের

    এই ভিডিওটি ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে  সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের দিকে ৷ ঘটনাস্থলে থেকেও কেন তারা আটকালেন না শিবকে ৷ কেন এইভাবে তাদের উপস্থিতিতেই ছোট্ট শিশুকে ভীষণভাবে আহত হতে হল ? ঘটনার পর থেকেই শিব গৌড় পলাতক ৷ স্ত্রী কোন অভিযোগ দায়ের করেননি ৷ স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছে পুলিশ ৷ গুরুতর আহত শিশুটিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ৷

    First published:

    Tags: Child Abuse, Hyderabad