#নয়াদিল্লি: টিভি রিয়েলিটি শো-তে থেকে লাইমলাইটে এসেছিলেন মঞ্জুশা মোহনদাস৷ কিন্তু মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিয়েছিল সেই প্রতিভাময়ী সঙ্গীতশিল্পীর জীবন৷ এবার সেই পরিবারে আরও একবার প্রাণ কেড়ে নিল পথ দুর্ঘটনা ৷ এবারের দুর্ঘটনায় মারা গেলেন মঞ্জুশার বাবা মোহনদাস৷
ঘটনাটি ঘটেছে বেলা এগারোটা নাগাদ একটি পিকআপ ভ্যান স্কুটারে ধাক্কা মারে৷ মোহনদাসের বয়স ৬৮৷ এমসি রোড -র কাছে পেরম্বুরে এই দুর্ঘটনা ঘটে৷প্রবল আহত অবস্থায় মোহনদাসকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷কিন্তু হাসপাতালে নিয়ে গিয়ে তাঁকে মৃত ঘোষণা করা হয়৷ যে গাড়িটি স্কুটারকে ধাক্কা মেরেছল সে পালিয়ে যায়৷পরে অবশ্য পেরুম্বুর পুলিশ অভিযুক্তকে কাস্টডিতে নিয়েছে৷
তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রজু করা হয়েছে৷ তাঁর মেয়েরওপথ দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল৷ ২০১৮-র ২৭ জুলাই মঞ্জুশা মোহনদাসের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল৷ তাঁকে কোচির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল৷ সেখানেই তাঁর মৃত্যু হয়েছিল৷