#সুরাত: মৃত্যু জীবনের সবচেয়ে বড় সত্যি, আর সেই সত্যিই অত্যন্তই মর্মান্তিক ৷ সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজে এক মৃত্যুর যে ভিডিও দেখা গেছে তা মানুষকে স্তম্ভিত করে দিয়েছে ৷ মর্মান্তিক ওই মৃত্যুর ভিডিও এই মুহূর্তে সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল ৷ সুরাতের ভাতার এলাকার ভিডিওটিতে দেখা যাচ্ছে এক বাবা ও তাঁর খুদে ছেলে গলিতে ক্রিকেট খেলছেন ৷
ছেলে ব্যাট করছে এবং বাবা বল করছেন, বল কুড়িয়ে আনছেন ৷ এরকমই একটা বল করার পর হঠাৎই তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে রাস্তার ধারে রাখা একটি বাইক নিয়ে পড়ে যান ৷ ছেলের চোখের সামনেই চলে যায় বাবা৷ কারণ ওই ভদ্রলোকের জোরালো একটি হার্টঅ্যাটাক হয় ছেলের সঙ্গে ক্রিকেট খেলার সময় ৷ আর এই করুণ মৃত্যুর ঘটনা CCTV তে বন্দি হয়ে যায় ৷
সুরাতের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ এই ঘটনাটি অবশ্য দু-মাস আগের ৷ যাঁর এভাবে হৃদরোগ হয়েছে তাঁর নাম বিজয় রমেশচন্দ্র ভারে৷ যমুনানগরের ভাতারের পরীক্ষিত সোসাইটি -র বাসিন্দা ছিলেন তিনি ৷ তিনি নিজের বাড়িতে বাবা-মা ও পরিবারের সঙ্গে থাকতেন ৷ তাঁর স্ত্রী ও পাঁচ বছরের সন্তান রয়েছে৷ বিএড কলেজে পিওনের কাজ করতে চাইতেন তিনি ৷মার্চের ৩১ উনি নিজের পাঁচ বছরের ছেলের সঙ্গে ক্রিকেট খেলছিলেন ৷ সোসাইটি রাস্তায় ছেলের সঙ্গে খেলার সময়েই হয় মর্মান্তিক যবনিকা পাত ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় ৷ এই মৃত্যুর পর গোটা সোসাইটি মর্মান্তিক এই দুঃখের ঘটনা এখনও ভুলতে পারেনি ৷ তবে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি ৷
સુરત : દીકરા સાથે ક્રિકેટ રમતાં રમતાં પિતાને હાર્ટ એટેકે આવ્યો, મોતનો હલબલાવી નાખતો CCTV Video pic.twitter.com/npCy5Y74GP
— News18Gujarati (@News18Guj) June 15, 2020