#লুধিয়ানা: এমন এক ঘটনা যা মনে প্রাণে এক আলাদা আশা ও আকাঙ্খার সঞ্চার ঘটায় ৷ নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, তবে এটি গল্প নয়, সত্যি একদম বাস্তব ৷ ঘটনাটি পঞ্জাবের লুধিয়ানার লকাডাউনে ছেলে বাবাকে সাইকেল কিনে দেওয়ার জন্য বারেবারে বায়না, করছিল ৷ অর্থিক অসচ্ছ্বলতার জন্য ছেলের অনুরোধ আবদার সত্ত্বেও বাবা সাইকেল কিনে দিতে পারেননি ৷
#WATCH Ludhiana: A Class 8 student Harmanjot of Lakhoval village, with help from his father, has made a bicycle that looks like a scooter from the front & can be pedalled like a normal cycle. He says, "Since my father couldn't get me a new cycle during #COVID19, so we made this." pic.twitter.com/f9UDsiv333
— ANI (@ANI) August 25, 2020
এখানেই শেষ নয় বাবা কিনে দিতে পারেননি সাইকেল তো কী হয়েছে? ছেলেকে নিয়ে বাবা সাইকেল তৈরিতে হাত দেন ৷ এরপর তৈরি হয় এক মিশ্র ধরনের সাইকেল যার সামনে থেকে স্কুটারের মত আর পিছন থেকে সাইকেলের মত দেখতে লাগে ৷ নিজের হাতে তৈরি সাইকেল চালিয়ে স্থানীয় এলাকা চষে বেড়াচ্ছে ছেলে ৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হচ্ছে ৷
ইতিমধ্যেই ভিডিওটির ভিউ ক্রমাগতই বাড়ছে ৷ প্রায় ৭০ হাজার মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি, যেন সত্যিকারেই এক নতুন অনুপ্রেরণা বা আশার আলো জাগানো হয়েছে প্রাণে ৷ সবাই দেখছেন আর চমকে যাচ্ছেন এমন এক ভাবনাচিন্তা দেখে ৷ সব মিলিয়ে এক জমজমাট অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সবাই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video