#বিশাখাপত্তনম: মেয়ে বড্ড বেশি মোবাইল নিয়ে সময় কাটায়৷ এটাই ছিল দোষ৷ আর তার শাস্তি হিসেবেই পনেরো বছরের মেয়েকে বারংবার ধর্ষণ করে শাস্তি দিল বাবা (Father Rapes Daughter in Vishakapatnam)৷ শুনতে অবাক লাগলেও এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে বিশাখাপত্তনমে৷ ৪২ বছর বয়সি ওই অভিযুক্তকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ৷
পুলিশ জানিয়েছে, মেয়ে অনেকক্ষণ ধরে মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করুক, তা পছন্দ ছিল না অভিযুক্তের৷ সেই রাগেই কয়েক মাস ধরে টানা মেয়েকে সে ধর্ষণ করত বলে অভিযোগ৷ এই শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজের শিক্ষিকাকে বিষয়টি জানায় ওই ছাত্রী৷
আরও পড়ুন: নিজের স্ত্রীকে ধর্ষণ করানোর জন্য বন্ধুকে বাড়িতে আমন্ত্রণ জানাল স্বামী! তার পর ?
এর পর ছাত্রীর অভিযুক্ত বাবাকে স্কুলে ডেকে পাঠান ওই শিক্ষিকা৷ তখন অভিযুক্ত ক্ষমাও চেয়ে নেয়৷ তাসত্ত্বেও ওই শিক্ষিকাকে সঙ্গে নিয়ে নির্যাতিতা ছাত্রী মিলে তার বাবার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে৷
অভিযুক্তকে গ্রেফতার করে ওই ছাত্রীকে মেডিক্যাল টেস্টের জন্য পাঠিয়েছে পুলিশ৷ তদন্তে পুলিশ জানতে পেরেছে, দু' বছর আগে কিডনি বিকল হয়ে সে অসুস্থ হয়ে পড়েছে৷ তখন তার স্ত্রী তাকে একটি কিডনি দান করে৷
আরও পড়ুন: মহিলা সেজে সেক্স চ্যাট ! ফাঁসানোর চেষ্টা শিবসেনার বিধায়ককে; ব্যক্তি নিজেই পুলিশের হাতে গ্রেফতার
পাঁচ মাস আগে ওই ছাত্রীর মা অসুস্থ হয়ে পড়েন৷ এর পর থেকে বাপের বাড়িতেই থাকছিলেন তিনি৷ আর বাড়িতে নিজের বাবার দেখাশোনা করত ওই ছাত্রী৷
কিন্তু মেয়ের মোবাইল আসক্তি পছন্দ ছিল না বাবার৷ আর সেই রাগেই নিজের মেয়েকে শেষ কয়েক মাস ধরে ধর্ষণ করে গিয়েছে অভিযুক্ত৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rape