হোম /খবর /দেশ /
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মোদিকে রক্তে লেখা চিঠি কৃষকদের

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মোদিকে রক্তে লেখা চিঠি কৃষকদের

রক্ত দিয়ে মোদিকে চিঠি লিখলেন কৃষকরা

রক্ত দিয়ে মোদিকে চিঠি লিখলেন কৃষকরা

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবার এক দল কৃষক নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ দিল্লির সিংঘু সীমান্তে সাক্ষী থেকেছে এই ঘটনার৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: কৃষি আন্দোলনের জমিতে লাগল কৃষকের রক্ত৷ নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবার এক দল কৃষক নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ দিল্লির সিংঘু সীমান্তে সাক্ষী থেকেছে এই ঘটনার৷ এখানে লুধিয়ানার ভাই ঘনিয়াজি মিশন সেবা সমিতিরি পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করেছেন কৃষকরা৷ মঙ্গলবার শতাধিক মানুষ রক্তও দিয়েছেন৷

কৃষকরা রক্ত দিয়ে মোদিকে যে চিঠি লিখেছেন, সেখানে লেখা রয়েছে, "সুপ্রভাত নরেন্দ্র মোদিজি৷ আমরা নিজেদের রক্ত দিয়ে এই চিঠি লিখছি৷ আপনি আমাদের ভোটেই নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন৷ তিনটি কৃষি আইন পাশ করিয়ে আপনি কৃষকদের ঠকিয়েছেন৷ আমরা অনুরোধ করছি আপনি এই প্রত্যাহার করে নিন৷" চিঠির পাশাপাশি বড় পোস্টারও পড়েছে প্রতিবাদ স্থলে৷ সেখানে রক্ত দিয়ে কৃষকরা লিখেছেন, "কালো আইন ফিরিয়ে নিন, " "আমরা কালো আইন ফিরিয়ে দিচ্ছি৷" "দয়া করে ফিরিয়ে নিন৷"

রক্ত দিয়ে মোদিকে চিঠি লিখলেন কৃষকরা রক্ত দিয়ে মোদিকে চিঠি লিখলেন কৃষকরা

কৃষি আন্দোলনের অংশ হওযার জন্য সারা দেশ থেকে অসংখ্য কৃষক পৌঁছে যাচ্ছেন দিল্লি সীমান্তের বিভিন্ন স্থানে৷ দেখতে দেখতে কৃষক আন্দোলন তিন সপ্তাহ পেরিয়ে গিয়েছে৷ দিল্লি হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গেই অন্যান্য প্রতিকূলতার সঙ্গে লড়তে হচ্ছে আন্দোলনরত কৃষকদের৷ কিন্ত তাও প্রতিবাদ অব্যাহত রেখেছেন কৃষকরা। কোথাও ভাটা পড়েনি৷ মঙ্গলবার ২৭ দিনে পা দিয়েছে পা দিয়েছে এই প্রতিবাদ কর্মসূচি৷

রক্ত দিয়ে মোদিকে চিঠি লিখলেন কৃষকরা রক্ত দিয়ে মোদিকে চিঠি লিখলেন কৃষকরা

দিন চারেক আগে কিষান মজদুর সংঘর্ষ কমিটি-র তরফে কৃষক নেতা দয়াল সিং বলেছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত কৃষকদের সঙ্গে আলোচনায় বসে এই নতুন তিনটি আইন প্রত্যাহার করে নেওয়া৷ যদিও বিজেপি বলছে যে, নয়া আইন নিয়ে বিরোধীরা ভুল তথ্য তুলে ধরছেন মানুষের সামনে৷ ফলে গেরুয়া শিবিরি কৃষি আইন নিয়ে প্রচার চালিয়ে যাবে৷ অন্যদিকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই আন্দোলন ততক্ষণই চলতে পারে যতক্ষণ পর্যন্ত জীবন ও ধন-সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে কোনও৷

Published by:Subhapam Saha
First published:

Tags: Farmers Protest, PM Narendra Modi