#নয়াদিল্লি: কৃষি আন্দোলনের জমিতে লাগল কৃষকের রক্ত৷ নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবার এক দল কৃষক নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ দিল্লির সিংঘু সীমান্তে সাক্ষী থেকেছে এই ঘটনার৷ এখানে লুধিয়ানার ভাই ঘনিয়াজি মিশন সেবা সমিতিরি পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করেছেন কৃষকরা৷ মঙ্গলবার শতাধিক মানুষ রক্তও দিয়েছেন৷
কৃষকরা রক্ত দিয়ে মোদিকে যে চিঠি লিখেছেন, সেখানে লেখা রয়েছে, "সুপ্রভাত নরেন্দ্র মোদিজি৷ আমরা নিজেদের রক্ত দিয়ে এই চিঠি লিখছি৷ আপনি আমাদের ভোটেই নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন৷ তিনটি কৃষি আইন পাশ করিয়ে আপনি কৃষকদের ঠকিয়েছেন৷ আমরা অনুরোধ করছি আপনি এই প্রত্যাহার করে নিন৷" চিঠির পাশাপাশি বড় পোস্টারও পড়েছে প্রতিবাদ স্থলে৷ সেখানে রক্ত দিয়ে কৃষকরা লিখেছেন, "কালো আইন ফিরিয়ে নিন, " "আমরা কালো আইন ফিরিয়ে দিচ্ছি৷" "দয়া করে ফিরিয়ে নিন৷"
কৃষি আন্দোলনের অংশ হওযার জন্য সারা দেশ থেকে অসংখ্য কৃষক পৌঁছে যাচ্ছেন দিল্লি সীমান্তের বিভিন্ন স্থানে৷ দেখতে দেখতে কৃষক আন্দোলন তিন সপ্তাহ পেরিয়ে গিয়েছে৷ দিল্লি হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গেই অন্যান্য প্রতিকূলতার সঙ্গে লড়তে হচ্ছে আন্দোলনরত কৃষকদের৷ কিন্ত তাও প্রতিবাদ অব্যাহত রেখেছেন কৃষকরা। কোথাও ভাটা পড়েনি৷ মঙ্গলবার ২৭ দিনে পা দিয়েছে পা দিয়েছে এই প্রতিবাদ কর্মসূচি৷
দিন চারেক আগে কিষান মজদুর সংঘর্ষ কমিটি-র তরফে কৃষক নেতা দয়াল সিং বলেছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত কৃষকদের সঙ্গে আলোচনায় বসে এই নতুন তিনটি আইন প্রত্যাহার করে নেওয়া৷ যদিও বিজেপি বলছে যে, নয়া আইন নিয়ে বিরোধীরা ভুল তথ্য তুলে ধরছেন মানুষের সামনে৷ ফলে গেরুয়া শিবিরি কৃষি আইন নিয়ে প্রচার চালিয়ে যাবে৷ অন্যদিকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই আন্দোলন ততক্ষণই চলতে পারে যতক্ষণ পর্যন্ত জীবন ও ধন-সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে কোনও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Farmers Protest, PM Narendra Modi