প্রজাতন্ত্র দিবসের 'ট্রেলার' দেখিয়ে 'রিহার্সাল' সেরে নিলেন কৃষকরা৷ বৃহস্পতিবার রাজধানীর পথে ৩৫০০ ট্র্যাক্টর নিয়ে নামলেন তাঁরা৷ নয়া কৃষি আইন প্রত্যাহারে দাবিতে দিল্লির সিংঘু, তিকরি ও গাজিপুর সীমান্তে হাজার হাজার কৃষক ৩৫০০ ট্র্যাক্টর ও ট্রলি নিয়ে মার্চ করলেন৷
#নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের 'ট্রেলার' দেখিয়ে 'রিহার্সাল' সেরে নিলেন কৃষকরা৷ বৃহস্পতিবার রাজধানীর পথে ৩৫০০ ট্র্যাক্টর ও ট্রলি নিয়ে নামলেন তাঁরা৷ নয়া কৃষি আইন প্রত্যাহারে দাবিতে দিল্লির সিংঘু, তিকরি ও গাজিপুর সীমান্তে হাজার হাজার কৃষক ৩৫০০ ট্র্যাক্টর ও ট্রলি নিয়ে মার্চ করলেন৷
দিল্লির সকালের হাড় কাঁপানো ঠান্ডা ও কড়া পুলিশি নিরাপত্তাও কৃষকদের কাছে কোনও বাঁধা হয়ে দাড়ায়নি৷ পূর্ব প্রতিশ্রুতি মতো আন্দোলন তীব্র করতেই ট্র্যাক্টর-টলির মার্চ করলেন তাঁরা৷ ভারতীয় কিশান ইউনিয়ন-এর (বিকেইউ) মুখপাত্র রাকেশ তিকাইত সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, "আগামী দিনে আমাদের আন্দোলন আরও তীব্র হবে৷ আজ শুধু হরিয়ানা থেকেই ২৫০০ ট্র্যাক্টর ছিল৷ সরকারকে আমরা সর্তক করে দিচ্ছি যে, নয়া তিন আইন না তোলা হলে আন্দোলন কিন্তু আরও ভয়ঙ্কর হবে৷"
#WATCH Farmers protesting against Centre's three farm laws hold tractor rally at Ghazipur border near Delhi
Haryana: Farmers protesting against Centre's three farm laws hold tractor rally in Palwal.
"We will head towards Singhu border from here", says Shiv Kumar Kakka, National President, Rashtriya Kisan Mazdoor Mahasangh. pic.twitter.com/GsoOpB0W1N
— ANI (@ANI) January 7, 2021
কেন্দ্রের সঙ্গে কৃষকদের সপ্তম দফার বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি৷ দু'পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে৷ দু'সপ্তাহ আগেই কৃষকরা জানিয়ে ছিলেন যে, তাঁদের দাবি না মানা হলে প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে বিরাট ট্র্যাক্টর মার্চ করবেন তাঁরা৷ দেশের অন্যান্য প্রান্তেও ২৬ জানুয়ারির দিন র্যালির পরিকল্পনা রয়েছে তাঁদের।
কৃষকরা এদিনের আন্দোলনকে প্রজাতন্ত্র দিবসের 'রিহার্সাল' বলছেন৷ কেন্দ্র সাফ জানিয়েছে যে, কোনও নির্দিষ্ট বিষয় নিয়ে কৃষকদের প্রস্তাব থাকলে তা নিয়ে পর্যালোচনা করবে সরকার। তবে কোনও মতেই কৃষি আইন তুলে নেবে না কেন্দ্র। আগামিকাল ফের কেন্দ্রের সঙ্গে কৃষকদের বৈঠক হবে৷ দেখার কোনও রফা সূত্র আদৌ বেরিয়ে আসে কি না!