দিল্লির সিংঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের ওপর ক্ষোভ উগরে দিলেন রাজস্থানের বিজেপি বিধায়ক মদন দিলওয়ার৷ তিনি বলছেন, করোনা মহামারীর মধ্যে আন্দোলনকারীরা চিকেন বিরিয়ানি খেয়ে দেশ জুড়ে বার্ড ফ্লু ছড়াচ্ছে৷ এমনকী তিনি কৃষকদের সঙ্গে সন্ত্রাসবাদী ও চোরের তুলনাও টেনেছেন৷
#জয়পুর: দিল্লির সিংঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের ওপর ক্ষোভ উগরে দিলেন রাজস্থানের বিজেপি বিধায়ক মদন দিলওয়ার৷ তিনি বলছেন, করোনা মহামারীর মধ্যে আন্দোলনকারীরা চিকেন বিরিয়ানি খেয়ে দেশ জুড়ে বার্ড ফ্লু ছড়াচ্ছে৷ এমনকী তিনি কৃষকদের সঙ্গে সন্ত্রাসবাদী ও চোরের তুলনাও টেনেছেন৷
দিলওয়ারের মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ এমনটাই রিপোর্ট এনডিটিভি-র৷ দিলওয়ার বলেছেন, "কৃষকরা রসিয়ে বিরিয়ানি খাচ্ছে, শুকনো ফল খাচ্ছে৷ তারা সব ভাবে উপভোগ করছে৷ বারবার নিজেদের অন্য ভাবে প্রকাশ করেছে৷ হতেই পারে তাদের মধ্যে সন্ত্রাসবাদী, চোর কিংবা লুটেরা রয়েছে৷ এরা কৃষকের শত্রু৷" তিনি আরও বলছেন যে, কৃষকরা দেশের মানুষের কথা না ভেবে পিকনিক শুরু করেছে৷ তাঁর আরও সংযোজন, "আগামী কয়েক দিনের মধ্যে সরকার যদি ওদের অনুরোধ করে বা বলপূর্বক ভাবে সরিয়ে না দেয় তাহলে দেশে বার্ড-ফ্লুর সমস্যার সন্মুখীন হবে৷"
भाजपा, राजस्थान के विधायक मदन दिलावर जी का किसानों के लिए आतंकवादी, लुटेरे जैसे शब्दों का इस्तेमाल करना शर्मनाक है।
जिस अन्नदाता ने आपके पेट में अन्न पहुँचाया उनके आंदोलन को आप पिकनिक बता रहे हैं, बर्ड फ्लू के लिए ज़िम्मेदार बता रहे हैं ?
आपका यह बयान भाजपा की सोच दर्शाता है। pic.twitter.com/1oKKeZeaNu
— Govind Singh Dotasra (@GovindDotasra) January 9, 2021
অন্যদিকে দিলওয়ারকে তাঁর মন্তব্যের জন্য আক্রমণ করলেন রাজস্থানের কংগ্রেস প্রধান গোবিন্দ সিং দোতাসরা৷ তিনি বলছেন, "বোঝাই যায় বিজেপি-র ভাবনা চিন্তা কেমন৷ যাঁরা আমাদের খাবারের জোগান দেয়, যাঁরা খাবার তুলে দেয়, তাঁদেরকেই বলছি পিকনিক করছে! এরা নাকি বার্ড ফ্লু-র জন্য দায়ী?" কৃষক আন্দোলনের জেরে রাস্তা বন্ধ হয়ে যাওয়া নিত্য সমস্যায় পড়েছে দিল্লির সাধারণ মানুষ৷ দিল্লির বাসিন্দা ঋষভ শর্মা এফিডেভিট দায়ের করেছেন এই মর্মে৷ তাঁর বক্তব্য, জনগণের ব্যবহারে একাধিক রাস্তা এভাবে টানা বন্ধ করে রাখে সাধারণ মানুষের কষ্ট বাডা়নোটা অযৌক্তিক৷ যা অবাধ আন্দোলনের সাংবিধানিক অধিকারের বাইরে৷