হোম /খবর /দেশ /
প্রজাতন্ত্র দিবসে দিল্লি পুলিশের অনুমতি পেয়েছে ট্র্যাক্টর মিছিল, দাবি কৃষকদের

প্রজাতন্ত্র দিবসে দিল্লি পুলিশের অনুমতি পেয়েছে ট্র্যাক্টর মিছিল, দাবি কৃষকদের

Farmer Leaders Claim Delhi Police Has Given Permission for Tractor Parade on Republic Day (Representational Image)

Farmer Leaders Claim Delhi Police Has Given Permission for Tractor Parade on Republic Day (Representational Image)

স্বরাজ ইন্ডিয়ার যোগেন্দ্র যাদব সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন যে, ২৬ জানুয়ারি তাঁদের দিল্লিতে ট্র্যাক্টর মিছিল করার অনুমতি দিয়েছে পুলিশ৷ সূত্রের খবর প্রায় ৩০ হাজার ট্র্যাক্টর-ট্রলির মিছিল দিল্লির গাজিপুর, সিংঘু ও তিকরি সীমান্তে শুরু হবে৷ কিন্তু রুট চূড়ান্ত হবে এদিন রাতে৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: আগামী মঙ্গলবার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস৷ ওই দিনই কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায় আন্দোলনরত কৃষকরা দিল্লিতে ট্র্যাক্টর মিছিল করবেন৷ ওদিনই আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সেনার সঙ্গে প্যারেডে অংশ নেওয়ার কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷

নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে ট্র্যাক্টর মিছিল করার অনুমতি দিতে নারাজ ছিল দিল্লি পুলিশ৷ কিন্তু শনিবার স্বরাজ ইন্ডিয়ার যোগেন্দ্র যাদব সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন যে, ২৬ জানুয়ারি তাঁদের দিল্লিতে ট্র্যাক্টর মিছিল করার অনুমতি দিয়েছে পুলিশ৷ সূত্রের খবর প্রায় ৩০ হাজার ট্র্যাক্টর-ট্রলির মিছিল দিল্লির গাজিপুর, সিংঘু ও তিকরি সীমান্তে শুরু হবে৷ কিন্তু রুট চূড়ান্ত হবে এদিন রাতে৷

জানা যাচ্ছে যে, কৃষকরা পুলিশকে আশ্বস্ত করেছেন যে, তাঁরা একদম শান্তিপূর্ণ ভাবেই মিছিল করবেন৷ কোনও সমস্যা তৈরি করবেন না৷

গত বুধবার কেন্দ্রের সঙ্গে ও কৃষক প্রতিনিধিদের দশম দফার বৈঠক হয়েছিল৷ সেখানে কেন্দ্র কৃষকদের শর্ত দিয়েছিল যে, আগামী দেড় বছরের জন্য বিতর্কিত তিনটি কৃষি আইন স্থগিত করা হতে পারে যদি কৃষকরা অবিলম্বে আন্দোলন প্রত্যাহার করে নেন৷ কিন্তু এর পরদিনই কৃষকরা কেন্দ্রের সঙ্গে ১১ নম্বর বৈঠক করে জানিয়ে দেন যে, কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই তাঁরা অনড় থাকবেন৷ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন আগের মতোই৷

Published by:Subhapam Saha
First published:

Tags: Farmer Protest, Republic Day