#নয়াদিল্লি: আগামী মঙ্গলবার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস৷ ওই দিনই কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায় আন্দোলনরত কৃষকরা দিল্লিতে ট্র্যাক্টর মিছিল করবেন৷ ওদিনই আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সেনার সঙ্গে প্যারেডে অংশ নেওয়ার কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷
নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে ট্র্যাক্টর মিছিল করার অনুমতি দিতে নারাজ ছিল দিল্লি পুলিশ৷ কিন্তু শনিবার স্বরাজ ইন্ডিয়ার যোগেন্দ্র যাদব সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন যে, ২৬ জানুয়ারি তাঁদের দিল্লিতে ট্র্যাক্টর মিছিল করার অনুমতি দিয়েছে পুলিশ৷ সূত্রের খবর প্রায় ৩০ হাজার ট্র্যাক্টর-ট্রলির মিছিল দিল্লির গাজিপুর, সিংঘু ও তিকরি সীমান্তে শুরু হবে৷ কিন্তু রুট চূড়ান্ত হবে এদিন রাতে৷
We will take out a historical and peaceful parade and it will have no effect on the Republic Day parade or the security arrangements: Yogendra Yadav of Swaraj India https://t.co/DcPJ7RFoF6
— ANI (@ANI) January 23, 2021
I want to appeal to the farmers participating in the parade to maintain discipline and follow the instruction issued by the Committee: Gurnam Singh Chaduni, Bharatiya Kisan Union pic.twitter.com/V4HoFHSIEK
— ANI (@ANI) January 23, 2021
গত বুধবার কেন্দ্রের সঙ্গে ও কৃষক প্রতিনিধিদের দশম দফার বৈঠক হয়েছিল৷ সেখানে কেন্দ্র কৃষকদের শর্ত দিয়েছিল যে, আগামী দেড় বছরের জন্য বিতর্কিত তিনটি কৃষি আইন স্থগিত করা হতে পারে যদি কৃষকরা অবিলম্বে আন্দোলন প্রত্যাহার করে নেন৷ কিন্তু এর পরদিনই কৃষকরা কেন্দ্রের সঙ্গে ১১ নম্বর বৈঠক করে জানিয়ে দেন যে, কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই তাঁরা অনড় থাকবেন৷ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন আগের মতোই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Farmer Protest, Republic Day