#পিলভিট: কলকাতার বাজারে এক পিস ফুলকপি কিনতে গেলে অন্তত ১০ থেকে ১৫ টাকা দাম দিতে হচ্ছে ক্রেতাদের৷ অথচ সেই ফুলকপিই পাইকারি বাজারে বেচতে এসে কেজি প্রতি মাত্র ১ টাকা দাম পেলেন এক চাষি৷ ক্ষোভে, হতাশায় এক হাজার কেজি ফুলকপিই রাস্তায় ফেলে রেখে ফিরে যান ওই কৃষক৷
এমনই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের পিলভিটে৷ যে কৃষকের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাঁর নাম মহম্মদ সেলিম৷ তিনি জাহানাবাদের বাসিন্দা৷ জানা গিয়েছে, পিলভিটে এপিএমসি বা এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেট কমিটিতে নিজের ফসল বেচতে এসে এই ঘটনার মুখোমুখি হন ওই কৃষক৷ এপিএমসি-র লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ীরাই তাঁর থেকে এক টাকা দরে ফুলকপি কিনতে চায় বলে অভিযোগ সেলিমের৷
ওই কৃষক জানিয়েছেন, এক একর জমিতে ফুলকপি চাষ করেন তিনি৷ ফসল ফলাতে সবমিলিয়ে ৮ হাজার টাকা খরচ হয় তাঁর৷ ফসল জমি থেকে তুলতে এবং বাজারে গাড়ি ভাড়া করে নিয়ে আসতে আরও হাজার চারেক টাকা খরচ হয়৷ কিন্তু বাজারে এসে এক টাকা দাম পাওয়ায় চরম হতাশ হয়ে পড়েন ওই কৃষক৷ সেই রাগেই তিনি ১০ কুইন্টাল ফুলকপি রাস্তার ধারে ফেলে রেখেই ফিরে যান৷
মহম্মদ সেলিম নামে ওই কৃষক টাইম অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, 'খুচরো বাজারে ফুলকপি ১২ থেকে ১৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ আমি ভেবেছিলাম অন্তত ৮ টাকা করে কেজি প্রতি দর পাব৷ কিন্তু ১ টাকা করে দাম পাওয়ায় আমার পক্ষে ফসল রাস্তার ধারে ফেলে রাখা ছাড়া উপায় ছিল না৷ তাতে অন্তত ফসল ফিরিয়ে নিয়ে যাওয়ার খরচ বাঁচবে৷ আর এখানে পড়ে থাকলে গরিব মানুষও প্রয়োজনে ফুলকপি নিয়ে যেতে পারবেন৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Farmer