কেন্দ্রের সঙ্গে কৃষকদের সপ্তম দফার বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র বেরিয়ে এল না
কেন্দ্রের সঙ্গে কৃষকদের সপ্তম দফার বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র বেরিয়ে এল না৷ সোমবার দু'পক্ষই নিজেদের অবস্থানে অনড় রইল৷ আগামী ৮ জানুয়ারি ফের সরকার এবং কৃষকদের মধ্যে বৈঠক হবে৷
#নয়াদিল্লি: কেন্দ্রের সঙ্গে কৃষকদের সপ্তম দফার বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র বেরিয়ে এল না৷ সোমবার দু'পক্ষই নিজেদের অবস্থানে অনড় রইল৷ আগামী ৮ জানুয়ারি ফের সরকার এবং কৃষকদের মধ্যে বৈঠক হবে৷
নয়া কৃষি আইন প্রত্যাহার করা না পর্যন্ত দিল্লির সিংঘু সীমান্তে কৃষক আন্দোলন অব্যাহত থাকবে বলেই জানিয়ে দিলেন ভারতীয় কিশান ইউনিয়ন-এর (বিকেইউ) মুখপাত্র রাকেশ তিকাইত৷ তিনি সাফ জানিয়ে দিয়েছেন, "কানুন ওয়াপাসি নেহি, তো ঘর ওয়াপাসি নেহি" (বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায় আইন না ফেরালে, কৃষকরাও ঘরে ফিরবেন না)
Govt is under tremendous pressure. We all said that this is our demand (repeal of the laws). We don't want discussion on any other topic except for on repeal of the laws. Protests will not be withdrawn until repeal of laws: Hannan Mollah, General Secretary, All India Kisan Sabha pic.twitter.com/UIWAEuYQlm
অবস্থান বিক্ষোভ চলার ইঙ্গিত দিয়ে সংবাদ সংস্থা এএনআই-কে রাকেশ বলেন, "আমাদের দাবিদাওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে৷ তিন কৃষি আইন ও এমএসপি প্রত্যাহার করতে হবে৷ আইন না ফেরান হলে কৃষকরাও ঘরে ফিরবে না৷" অল ইন্ডিয়া কিষান সভার সাধারণ সচিব হান্নান মোল্লা আবার এক ধাপ এগিয়ে বলেছেন যে, কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনও কথাই শুনবেন না তাঁরা৷
Discussion took place on our demands -- repeal of the three laws and MSP... Kannon wapasi nahi, to ghar wapasi nahi (We will not go home until the laws are withdrawn): Rakesh Tikait, Spokesperson of Bharatiya Kisan Union https://t.co/opDKdxyX1Dpic.twitter.com/8v4qzbUX7B
এদিন দিল্লির বিজ্ঞানভবনে ৪১ টি কৃষি সংগঠনের সঙ্গে তিন কেন্দ্রীয় মন্ত্রী বৈঠকে বসেন৷ কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও বাণিজ্য ও শিল্পমন্ত্রী সোম প্রকাশের সঙ্গে কৃষকদের ২ ঘণ্টার ওপর ম্যারাথন বৈঠক চলে৷ কিন্তু দিনের শেষে কেন্দ্র সাফ জানিয়ে দেয় যে, কোনও নির্দিষ্ট বিষয় নিয়ে কৃষকদের প্রস্তাব থাকলে তা নিয়ে পর্যালোচনা করবে সরকার। তবে কোনও মতেই কৃষি আইন তুলে নেবে না কেন্দ্র।