#নয়াদিল্লি: কেন্দ্রের সঙ্গে কৃষকদের দশম দফার বৈঠকেও কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির উপকণ্ঠে ৭২দিনে পা দিল কৃষক আন্দোলন৷ শুক্রবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়ে দিলেন যে, কেন্দ্রের নয়া তিন কৃষি আইন ঠিক আছে, কিন্তু আন্দোলনকারীরা চালিত হচ্ছেন ভুল পথে৷
I made it clear that if Govt is ready to make amendments, it doesn't mean there is any problem in farm laws. People in a particular state are misinformed: Union Agriculture Minister NS Tomar pic.twitter.com/hbyffh7Y3t
— ANI (@ANI) February 5, 2021
Farmers are being misled that others would occupy their land if these laws are implemented. Let me know if there is a single provision in Contract Farming law which allows any trader to snatch away the land of any farmer: Union Agriculture Minister NS Tomar
— ANI (@ANI) February 5, 2021
কৃষি আন্দোলনের জন্য রাজ্যগুলির ঘাড়ে দোষ চাপিয়েই নরেন্দ্র সিং তোমার বলেন, "কৃষকদের এই আন্দোলন রাজ্য সরকারের বিরুদ্ধে হওয়া উচিত৷ কারণ মান্ডিতে কৃষিজাত দ্রব্য বিক্রি করায় তারাই কর আরোপ করেছে৷ এটাই আশ্চর্যজনক যে, করমুক্ত করার প্রতিবাদেই আন্দোলন হচ্ছে৷ তোমার আরও বলছেন যে, সরকার আইন সংশোধনের করতে রাজি আছে৷ তাঁর সংযোজন, "একটা বিষয় পরিস্কার করে বলে দিতে চাই যে, আমাদের সরকার আইনে সংশোধন আনতে প্রস্তুত আছে৷ কিন্তু তার মানে এই নয় যে, কৃষি আইনে কোনও সমস্যা আছে৷"
কৃষিমন্ত্রী আরও বলেন," কয়েক'টি নির্দিষ্ট রাজ্যে মানুষকে ভুল পথে চালিত করা হচ্ছে৷ কেউ কেউ কৃষকদের এও বোঝাচ্ছেন যে, আইন লাগু হলে কৃষকদের জমি কেড়ে নেওয়া হবে৷ কেউ আমাকে দেখিয়ে দিক যে, নয়া আইনে কোথাও লেখা আছে যে, চুক্তি ভিত্তিক কৃষিকাজে ব্যবসায়ী কৃষকের জমি ছিনিয়ে নেবে৷ " এদিন শুরু থেকেই বিরোধীরা চাপ বাড়ানোর চেষ্টা করলেও, তোমারের নিশানায় ছিল কংগ্রেস৷ তিনি বলেন, "সবাই জানে যে, চাষ করতে জলের প্রয়োজন হয়৷ কিন্তু একমাত্র কংগ্রেস 'খুন কি ক্ষেতি' করে৷ বিজেপি কখনও এটা করতে পারবে না৷"