আগ্রা: হাসপাতালে ওষুধ আনতে এসে লিফটে আটকে গেলেন পরিবারের তিন সদস্য৷ তাই নিয়ে আগ্রার হাসপাতালে তুমুল হৈচৈ ছড়িয়ে পড়ল৷ যদিও স্থানীয় অন্য মানুষেরা লোহার রড দিয়ে লিফটের দরজা ভেঙে সেই পরিবারের তিন সদস্যকে উদ্ধার করে৷ সেই সদস্যদের মধ্যে একটি শিশুও ছিল৷ বুধবার সকাল সাড়ে ন’টা নাগাদ এই ঘটনা ঘটে৷
হাসপাতালের তরফ থেরে বলা হয়েছে, এই পরিবারের তিন সদস্য ওষুধ দেওয়ার জন্য এসেছিলেন৷ তাঁরা হাসপাতালের উপরের অংশের কাজ শেষ করে তার পর লিফটে তাঁরা নিচে আসছিলেন৷ সেই সময়েই হঠাৎ করে লিফট আটকে যায়৷ সঙ্গে সঙ্গে লিফটে আটকে পড়া তিনজন চিৎকার করতে শুরু করেন৷ তার পরেই তাঁকে দরজা ভেঙে উদ্ধার করেন বাকিরা৷ আর এই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
আরও পড়ুন: রুচল না তিহাড়ের রুটি, ওষুধ নিয়েও সমস্যা! প্রথম রাতেই বেকায়দায় কেষ্ট
আরও পড়ুন: পড়াশোনায় মেধাবী, ইঞ্জিনিয়ারিংও পাশ করেছে, তাঁর মেয়ে সম্পূর্ণ নির্দোষ, দাবি শ্বেতা চক্রবর্তীর বাবার
এর পরেই হুলস্থুল পড়ে যায় হাসপাতালে৷ সেখানে প্রশাসনিক আধিকারিকরা আসেন৷ প্রশাসনিক আধিকারিকদের তরফ থেকে বলা হয়েছে, ঘটনার পর লিফট রক্ষণাবেক্ষণের কাজে যুক্তদের ডেকে পাঠানো হয়৷ তাঁদেরকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানানো হয়েছে৷ পাশাপাশি, এই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷
জেলা হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, এই লিফটটি ঠিক ভাবে পরিচালনা করা হয়নি৷ সেই কারণেই মাজ রাস্তায় লিফট আটকে গিয়েছিল৷ প্রযুক্তিগত কোনও সমস্যা হয়ত হয়েছিল৷ এটি ঠিক হতে এখন সময় লাগবে৷ তবে সবচেয়ে বড় কথা, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই৷ সকলেই সুস্থ আছেন৷ দ্রুত লিফট ঠিক করে ফের খুলে দেওয়া হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।