Home /News /national /

Karnataka: চার সন্তানকে পুকুরে ছুড়ে ফেললেন দম্পতি, তার পর নিজেরাও দিলেন ঝাঁপ

Karnataka: চার সন্তানকে পুকুরে ছুড়ে ফেললেন দম্পতি, তার পর নিজেরাও দিলেন ঝাঁপ

এই পুকুরেই চার সন্তানকে নিয়ে ঝাঁপ দেন দম্পতি, চলছে উদ্ধারকাজ৷

এই পুকুরেই চার সন্তানকে নিয়ে ঝাঁপ দেন দম্পতি, চলছে উদ্ধারকাজ৷

 • Share this:

  #বেঙ্গালুরু: দেনার দায়ে জর্জরিত৷ আর সেই বিপুল দেনার বোঝা থেকে মুক্তি পেতেই চার সন্তানকে পুকুরের জলে ফেলে দিয়ে নিজেরাও আত্মঘাতী হলেন কর্ণাটকের এক দম্পতি৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের ইয়াডগির জেলার শাহপুরে৷

  জানা গিয়েছে, মৃত দম্পতির নাম ভিমরায় সুরাপুরা (৪৫) এবং তাঁর স্ত্রী শান্তাম্মা (৩৬)৷ ওই দম্পতির মৃত চার সন্তানের নাম সুমিত্রা (১৩), শ্রীদেবী (১২), শিবরাজ (৯) এবং লক্ষ্মী (৮)৷ স্থানীয় সূত্রে খবর, একটি কৃষি জমির মধ্যে থাকা পুকুরে প্রথমে একে একে চার সন্তানকে ছুড়ে ফেলে দেয় ওই দম্পতি৷ এর পর নিজেরাও ওই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তাঁরা৷ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা অঞ্চলে৷

  রাজধানী বেঙ্গালুরু থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দূরে অবস্থিত শাহপুর৷ রাজ্যের অন্যতম পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে এই ইয়াডগার জেলাকে ধরা হয়৷ কাজের খোঁজে বহু শ্রমিক এই জেলা ছেড়ে নিয়মিত অন্যত্র চলে যান৷

  পুলিশ জানিয়েছে, কৃষি কাজের উপরেই নির্ভরশীল ছিল ওই পরিবারটি৷ কিন্তু দেনার বিপুল বোঝা ছিল দম্পতির মাথার উপরে৷ স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, বেশ কয়েকজন ঋণদাতা টাকা ফেরত পাওয়ার জন্য ওই দম্পতির উপরে চাপ দিচ্ছিল এবং হয়রান করছিল৷ এই অভিযোগের সত্যতাও খতিয়ে দেখছে পুলিশ৷ দমকল বিভাগের সাহায্যের ৬টি মৃতদেহই পুকুর থেকে উদ্ধার করা হয়৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: Karnataka, Suicide

  পরবর্তী খবর