#অমৃতসর: ক্রমশ কৃষকদের আন্দোলনের তীব্রতা বাড়ছে৷ দেশের নানা প্রান্ত থেকে সমাজের বিভিন্ন প্রান্তের মানুষ এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন৷ কিন্তু এবার পঞ্জাবের মুক্তার সাহিবের একটি পরিবার যেভাবে আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়াল, তা সত্যিই অভিনব৷ পঞ্জাবের ওই পরিবারের তরফে তাঁদের বাড়ির ছেলের বিয়েতে কোনও উপহার না এনে সেই টাকা আন্দোলনকারী কৃষকদের জন্য দান করতে সব অতিথি এবং আত্মীয়স্বজনের কাছে আবেদন করা হয়েছে৷
বিয়েবাড়িতেই অর্থ সংগ্রহের জন্য একটি বাক্স রাখা হয়েছিল৷ সেই বাক্সেই কৃষকদের সাহায্যে অর্থ দান করার জন্য নিমন্ত্রিতদের কাছে অনুরোধ করা হয়৷ সবাই যাতে নিজেদের সাধ্য মতো যতটা বেশি সম্ভব অর্থ দান করেন, সেই অনুরোধও করা হয়৷
যাঁর বিয়ে সেই যুবক অভিজিৎ সিং বলেন, 'এটা আমাদের সবার সংগ্রাম এবং সবাইকে একসঙ্গেই লড়তে হবে৷ প্রত্যেকেরই কৃষকদের পাশে দাঁড়ানো উচিত৷ যুবসমাজের কাছে আমার আবেদন, সমাজের জন্য কিছু করুন৷ আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়ান৷'
ওই পরিবারের এক আত্মীয় বলেন, 'আমরা এখানে আনন্দ করছি৷ কিন্তু কৃষকরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন৷ আমাদের মনে হয়েছিল ওঁদের জন্য কিছু করা উচিত৷'
দিল্লি- হরিয়ানা সীমান্তে টানা সতেরো দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার কৃষক৷ যাঁদের অধিকাংশই পঞ্জাব থেকে এসেছেন৷ তাঁদের দাবি, সেপ্টেম্বর মাসে পাশ হওয়া তিনটি কৃষি বিল প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে৷ সরকারের সঙ্গে কয়েক দফার আলোচনা ভেস্তে যাওয়ার পর আন্দোলনের তীব্রতা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা৷ প্রবল ঠান্ডায় রাস্তার মধ্যেই তাঁদের বিক্ষোভ চলছে৷ অসুস্থ হয়ে বেশ কয়েকজন কৃষকের মৃত্যুও হয়েছে৷