#নয়াদিল্লি: দেশে করোনা সংক্রমণের সংখ্যা ফের একবার বৃদ্ধি পাচ্ছে৷ বেশ কিছু রাজ্যে করোনা রুখতে নেওয়া হচ্ছে কঠিন পদক্ষেপ৷ এরই মধ্যে ট্রেন চলাচল নিয়ে এক হোয়াটস মেসেজে ছড়িয়েছে বিভ্রান্তি৷ মেসেজে লেখা রয়েছে যে ১ ডিসেম্বর (1 December) থেকে ফের একবার বন্ধ হবে রেলের চাকা৷ অর্থাৎ আবার ট্রেন বন্ধের এই ভাইরাল খবরে অনেকের মাথায় হাত পড়েছে৷ বিশেষ করে যাঁরা বুকিং সেরে ফেলেছিলেন, সেই সব যাত্রীরা খুবই উদ্বেগের মধ্যে পড়ে যান৷ এমনকি মেসেজে এটাও লেখা ছিল যে বিশেষ করোনা স্পেশ্যাল ট্রেনও নাকি বাতিল হচ্ছে৷ ফলে সাধারণ মানুষ আরও চিন্তায় পড়ে যান৷ ছড়ায় আতঙ্ক৷
যদিও এই মেসেজটি সম্পূর্ণ ভুয়ো বলে জানানো হয়েছে৷ প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) পক্ষ থেকে এমনই জানানো হয়েছে৷ এই মেসেজের তথ্য যাচাই করেন আধিকারিকরা৷ এবং জানানো হয় যে এমন কোনও নির্দেশ সরকার বা রেলের পক্ষ থেকে রাখা হয়নি৷ ফলে ট্রেন চলবে নিয়ম মতো৷ পিআইবি জানায় যে, একটি হোয়াটস অ্যাপে একটি মেসেজ ভাইরাল হয়েছে, যেখানে লেখা রয়েছে যে ১ ডিসেম্বর থেকে বন্ধ হবে ট্রেন চলাচল৷ এটি সম্পূর্ণ ভুয়ো তথ্য৷ এমন কোনও সিদ্ধান্ত নেয়নি রেল মন্ত্রক৷
It is claimed in a #WhatsApp forward that all trains including the #COVID19 special trains will stop operating after 1st December. #PIBFactCheck: This claim is #Fake. @RailMinIndia has taken no such decision on halting of train services after 1st December. pic.twitter.com/3ZeGyCEaOw
— PIB Fact Check (@PIBFactCheck) November 23, 2020
সোশ্যাল মিডিয়ায় এমন ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে নিত্যদিন এবং তা রুখতে কাজ করে চলেছেন ফ্যাক্ট চেকাররা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Train