#চেন্নাই: কলেজে সেফটি ড্রিলের প্রশিক্ষণে মর্মান্তিক দুর্ঘটনা। তামিলনাড়ুর কোয়েম্বাত্তুরের কোবাই কালাইমাগাল কলেজে প্রশিক্ষণ দিতে গিয়ে দোতলা থেকে এক ছাত্রীকে ঠেলে দেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর ট্রেনার। অসতর্কতার জেরে কার্নিশে ধাক্কা খায় ছাত্রী। এরপরই নীচে পড়ে গিয়ে মৃত্যু হয় ১৯ বছরের নিরীহ ছাত্রীর। মৃতের নাম লোগেশ্বরী ৷ অভিযুক্ত ট্রেনার গ্রেফতার।
ভিডিওতে দেখা যায়, কলেজ ছাত্রীকে সেফটি ড্রিলের প্রশিক্ষণ দেওয়ার সময় তরুণীকে কার্নিশ থেকে ধাক্কা মারে ট্রেনার ৷ নীচে পড়ে মৃত্যু হয় ১৯ বছরের তরুণীর ৷
আরও পড়ুন
মাদার টেরেসার ভারতরত্ন কেড়ে নেওয়া হোক, দাবি তুলল RSS
পুলিশ সূত্রে খবর, ওই ট্রেনার জাল ৷ অভিযুক্তের নাম আরুমুগাম ৷ গ্রেফতারির পর জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ জানতে পারে ওই প্রশিক্ষক আরুমুগামের সঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতরের কোনও যোগ নেই ৷ এমনকি যাবতীয় সার্টিফিকেট সহ প্রশিক্ষকের জমা দেওয়া ঠিকানার প্রমাণপত্রও ভুয়ো ৷ ফেসবুক প্রোফাইলেও নিজেকে ২০১১ সাল থেকে NDMA প্রশিক্ষক হিসেবে দাবি করেছে আরুমুগান ৷ তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ ৷
আরও পড়ুন
শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে আরও একটি মামলা আদালতে, তবে কি বন্ধ হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া?
প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেনারের দায়িত্বজ্ঞানহীনতাতেই এই দুর্ঘটনা ৷ অন্যদিকে, কারোর কাগজপত্র খতিয়ে না দেখেই প্রশিক্ষণের দায়িত্ব দেওয়ায় কলেজের বিরুদ্ধেও কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে ৷ পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 'Fake NDMA Trainer' Arrested, Death During Safety Drill, Death of Coimbatore College Girl