হোম /খবর /দেশ /
ভুয়ো ChatGPT থেকে বাঁচতে এখনি ডিলিট করুন অ্যাপ

ক্যুইক অ্যাকসেসের নামে চলছে জালিয়াতি! ভুয়ো ChatGPT থেকে বাঁচতে এখনি ডিলিট করুন অ্যাপ

মাত্র কয়েক মাস হয়েছে ChatGPT লঞ্চ করেছে। এরই মধ্যে একাধিক ভুয়ো অ্যাপের হদিশ মিলেছে, যারা ChatGPT-র নাম করে জালিয়াতি চালাচ্ছে।

  • Share this:

নয়াদিল্লি: গত বছরই লঞ্চ করেছে OpenAI-এর উন্নত AI ভাষার মডেল ChatGPT। খুব অল্প সময়ের মধ্যেই এই চ্যাটবটটি জনপ্রিয় হয়েছে, শুধু তাই নয় সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে। আসলে এই চ্যাটবটটি একেবারে মানুষের ভাষায় উত্তর দিতে পারে। মানুষের করা সব থেকে কঠিন প্রশ্নেরও সহজ উত্তর দিতে সক্ষম এই কৃত্রিম বুদ্ধিমত্তা। এই বিশেষত্বই নজর কেড়েছে।

মানুষ যেমন গল্প, কবিতা লিখতে বা গণিতের সমস্যা সমাধান করতে পারে ঠিক তেমনই নিজে থেকে লিখে দিতে পারে ChatGPT-ও। এমনকী কম্পিউটার কোডও লিখে ফেলতে পারে এটি। এই কারণেই এসব ক্ষেত্রে চ্যাটবটের সাহায্য নেওয়া শুরু হয়ে গিয়েছে পৃথিবী জুড়ে। সেই সঙ্গে এই জনপ্রিয়তার অপব্যবহারও শুরু করে দিয়েছে সাইবার অপরাধীরা।

মাত্র কয়েক মাস হয়েছে ChatGPT লঞ্চ করেছে। এরই মধ্যে একাধিক ভুয়ো অ্যাপের হদিশ মিলেছে, যারা ChatGPT-র নাম করে জালিয়াতি চালাচ্ছে। আর এবার আরও একটি জালিয়াতির কথা প্রকাশ্যে এসেছে। অনলাইন প্রাইভেসি ফার্ম Guardio একটি প্রতিবেদনে জানিয়েছে, এধরনের AI ভাষা মডেলের সাহায্যে হ্যাকাররা মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করছে।

আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ

কী ভাবে হচ্ছে জালিয়াতি?

সম্প্রতি এই জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছে। Quick access to Chat GPT নামে একটি Chrome এক্সটেনশন এই জালিয়াতি করে চলেছে। এই চ্যাটবট এক্সটেনশনটি ব্যবহারকারীদের Facebook তথ্য চুরি করছে। Google Chorme ব্রাউজার ব্যবহারকারীরাই মূলত এদের শিকার।

এই এক্সটেনশনটি একবার ইনস্টল হয়ে গেলে, এর সাহায্যে জালিয়াতরা ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে। তার পরে, হ্যাকাররা ওই ফেসবুক পেজটিকে একটি Advertising bot-এ রূপান্তরিত করে ফেলে। জালিয়াতির শিকার হওয়া প্রোফাইলের নামে নানা রকম স্পনসরড মেসেজ এবং অন্য সোশ্যাল অ্যাকটিভিটি প্রকাশ করে। শুধু তাই নয়, জালিয়াতরা কোনও পেশাদার অ্যাকাউন্ট হ্যাক করে থাকতে ওই অ্যাকাউন্টের ক্রেডিটও ব্যয় করতে শুরু করে।

সম্প্রতি এই জালিয়াতিটি সনাক্ত করেছেন Guardio Labs-এর নাটি তাল নামে এক গবেষক। ওই গবেষকের অনুমান অনুসারে, গত ৩ মার্চ থেকে প্রতিদিন দু’হাজারেরও বেশি ব্যবহারকারী এই এক্সটেনশনটি ইনস্টল করেছেন। মনে করা হচ্ছে হাজার হাজার ফেসবুক অ্যাকাউন্ট এই জালিয়াতির শিকার হতে পারে। জালিয়াতির শিকার অ্যাকউন্টগুলির ডেটা হাতে পাওয়ার পর হ্যাকাররা তা বিক্রির কাজে ব্যবহার করছে বলেও সন্দেহ করা হচ্ছে।

জালিয়াতির কথা জানাজানি হতেই Google Chrome ওয়েব স্টোর থেকে নকল চ্যাটজিপিটি এক্সটেনশনটি সরিয়ে দিয়েছে। তবে যাঁরা ইতিমধ্যে এই এক্সটেনশনটি ডাউনলোড করে ফেলেছেন তাঁদের অবিলম্বে এটি মুছে ফেলা উচিত।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Chatgpt, Cyber Crime, Facebook