হোম /খবর /দেশ /
সব ইস্যুতেই তৃণমূল বনাম বিজেপি, ফ্যাক্ট ফাইন্ডিং দলের ক্ষেত্রেও সেই তরজা

সব ইস্যুতেই তৃণমূল বনাম বিজেপি, ফ্যাক্ট ফাইন্ডিং দলের ক্ষেত্রেও সেই তরজা

তৃণমূল ও বিজেপি

তৃণমূল ও বিজেপি

  • Share this:

কলকাতা: পূর্বঘোষিতই ছিল কর্মসূচি, কিন্তু তাও রিষড়ার অশান্তি অধ্যুষিত জায়গাগুলিতে যেতে পারলো না দিল্লি থেকে আসা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। হাওড়া এবং হুগলি জেলার হিংসার ঘটনায় রাজ্যে এসেছে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। ৬ সদস্যের এই প্রতিনিধি দলে রয়েছেন পটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সহ প্রাক্তন পুলিশকর্তা এবং আইনজীবীরা।

রাজ্যের দুই জেলায় হিংসার ঘটনায় তারা স্বতপ্রণোদিত হয়ে এসেছেন দাবি করলেও তৃণমূলের একাংশের দাবি এই কমিটি আসলে বিজেপির কমিটি। বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে, ৬ সদস্যের এই কমিটি দুপুর একটা নাগাদ ধর্মতলা থেকে রওনা হয় রিষড়ার উদ্দেশ্যে। ঘটনাস্থল ঘুরে দেখার আগেই, হোটেল থেকে বেরোনোর সময় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তোপ দাগেন এই কমিটির সদস্যরা। ঘটনার সময় পুলিশ ফ্রেন্ডলি ম্যাচ খেলছিল বলে তাদের কটাক্ষ করেন এই প্রতিনিধি দলের সদস্যরা।

তারা এটাও জানান, তাদের যাওয়ার বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটকে জানানো হলে পুলিশের  তরফে তাদের জানানো হয়েছে যে রিষড়া অঞ্চলে ১৪৪ ধারা জারি রয়েছে। তাই তাদের সেখানে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু ১৪৪ ধারার সমস্ত নিয়মকানুন মেনে তারা ঘটনাস্থলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তারা জমায়েত না করে, একজন করে হলেও ঘটনাস্থলে যেতে রাজি। কিন্তু রিষড়া পৌঁছানোর আগেই দিল্লি রোডের ওপরে আটকে দেওয়া হয় তাদের কনভয়কে। বিশাল পুলিশ বাহিনী কার্যত ঘেরাটোপ করে রাখে গোটা দলটিকে।

তারা যেকোনও শর্তসাপেক্ষে ঘটনাস্থলে যেতে রাজি থাকলেও পুলিশের তরফে কোনওভাবেই যেতে দেওয়া হয়নি এই প্রতিনিধি দলকে। তারা ট্রেনে করে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও এক্ষেত্রেও বাধা দেওয়া হয় পুলিশের তরফে। পুলিশ সূত্রে দাবি করা হয় এলাকায় এখনো 144 ধারা জারি থাকায় তারা ঘটনাস্থলে গেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সেই কারণে কোনভাবেই তাদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব ছিলনা। দিল্লির এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারপর কলকাতা ফিরে এসএসকেএম হাসপাতালে গিয়ে আহত বিজয় মালির সঙ্গে দেখা করেন। হাসপাতালেও তারা অভিযোগ করেন আহত বিজয়ের মালির কাছ থেকে এখনো পর্যন্ত কোনো রকম বয়ান রেকর্ড করেনি পুলিশ নিখরচায় ভালো চিকিৎসা হলেও কোনরকম ঝামেলায় তার পরিবারকে জড়াতে না করা হচ্ছে পুলিশের তরফে। সেখান থেকে তারা হোটেলে ফিরে আসেন। আগামীকাল তাদের হাওড়া জেলার অশান্তি অধ্যুষিত এলাকাগুলি ঘুরে দেখার কথা, যদিও আজকের ঘটনার পরে আগামীকালও তাদের ঘটনাস্থলে ঢোকার ক্ষেত্রে যথেষ্টই সংশয় রয়েছে।

Sanhyik Ghosh
Published by:Debalina Datta
First published:

Tags: BJP, TMC